উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় কানাইঘাটে এক দিনের সেমিনার অনুষ্ঠিত
কানাইঘাট প্রতিনিধি ঃ স্থানীয় সরকার মন্ত্রণালয়ের বাস্তবায়নে উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় প্ল্যান এন্ড বাজেট শেয়ারিং মিটিং এট উপজেলা লেভেলস একদিনের এক সেমিনার গতকাল বুধবার সকাল ১১টায় কানাইঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে ইউটিডিসি হলে অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়ার সভাপতিত্বে উক্ত সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে স্থানীয় সরকার সিলেট বিভাগের পরিচালক মোঃ মিজানুর রহমান বলেন, সরকার উপজেলা পর্যায়ে সু-শাসন প্রতিষ্ঠা করার লক্ষ্যে জনগণের অংশীধারের ভিত্তিতে বিভিন্ন ধরনের উন্নয়ন ও সেবামূলক যুগান্তকারী পদক্ষেপ হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে উপজেলা পরিষদকে আরো শক্তিশালী করার লক্ষ্যে বাজেট প্রণয়নের মাধ্যমে নাগরিকের জানার অধিকার ও তাদের মতামত তুলে ধরাসহ স্থানীয় পর্যায়ে সরকারের সব ধরনের সুযোগ-সুবিধা ও প্রাপ্তি প্রত্যাশা পূরণে উপজেলা গভর্ন্যান্স প্রকল্পের আওতায় সু-শাসন প্রতিষ্ঠার জন্য স্থানীয় সরকার মন্ত্রণালয়ে কাজ করে যাচ্ছে। স্থানীয় সরকার সিলেট বিভাগের উপ-পরিচালক পরিমল সিংহের উপস্থাপনায় উক্ত সেমিনারে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আশিক উদ্দিন চৌধুরী, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম রানা, মহিলা ভাইস চেয়ারম্যান মরিয়ম বেগম, কানাইঘাট সদর ইউপি চেয়ারম্যান অধ্যক্ষ সিরাজুল ইসলাম, লক্ষীপ্রসাদ পশ্চিম ইউপি চেয়ারম্যান ফারুক আহমদ চৌধুরী, দিঘীরপার পূর্ব ইউপি চেয়ারম্যান আব্দুল মুমিন চৌধুরী, বানীগ্রাম ইউপির চেয়ারম্যান শাহাব উদ্দিন। সেমিনারে ৯টি ইউনিয়নের চেয়ারম্যান বিভিন্ন দপ্তরের সরকার কর্মকর্তা, রাজনৈতিক দল, বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, এনজিও কর্মী, শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষকবৃন্দ, গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিকবৃন্দ ও ইউপি সদস্য-সদস্যাবৃন্দ উপস্থিত ছিলেন।