নবীগঞ্জের এনাতাবাদ গ্রামে শক্রতার নমুনা!
জনগনের চলাচলের রাস্তার পাশে পায়খানা
স্যানেটারী অফিসার, নবীগঞ্জ থানা ও উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দেওয়ায় বাদীকে হত্যার হুমকি
নবীগঞ্জ(হবিগঞ্জ) প্রতিনিধি ঃ নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের এনাতাবাদ (জয়তারা) গ্রামে শক্রতার নমুনা! পূর্ব শক্রতার জের ধরে একটি প্রভাবশালী বাহিনী জনগনের চলাচলের রাস্তার পাশে পায়খানা বসিয়ে পাইপ দ্বারা ময়লা আবর্জনা রাস্তার নিকটে ফেলে পরিবেশ বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। এ ব্যাপারে প্রতিকার চেয়ে নবীগঞ্জ উপজেলা স্যানেটারী অফিসার, নবীগঞ্জ থানা ও উপজেলা চেয়ারম্যান বরাবরে অভিযোগ দায়ের করেছেন মোঃ চুনু মিয়া নামের এক ব্যক্তি। থানা পুলিশ ও স্যানেটারী অফিসার ঘটনাস্থল তদন্ত করিলে অভিযোগ দায়ের কারীকে হত্যার হুমকি দিয়েছে পরিবেশ বিনষ্টকারীরা। লিখিত অভিযোগে উল্লেখ, উপজেলার কুর্শি ইউনিয়নের এনাতাবাদ (জয়তারা) গ্রামের মৃত ইয়াকুব আলীর পুত্র আব্দুল আলী, আবুল কাছ, আব্দুল আজিদ, সুন্দর আলী, কাজল মিয়া সহ ৮ জনের বিরোদ্ধে একই গ্রামের হাজী আব্দুল মন্নানের পুত্র মোঃ চুনু মিয়া গত ১৪ জুলাই একটি লিখিত অভিযোগ উপজেলা স্যানেটারী অফিসার সহ সংশ্লিষ্ট অফিসে দায়ের করেন। এতে উল্লেখ করা হয়, বিবাদীরা তাদের বাড়ির চলাচলের রাস্তার পার্শ্বে নানা ময়লা আর্বজনা ফেলিয়া ও গত ১০ জুলাই রাতে সবার অজান্তে পায়খানার টেংকিতে পাইপ লাগাইয়া ময়লা আর্বজনা ছড়াইয়া দূর্গন্ধ সৃষ্টি করিয়ে জনগন চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। দূর্গন্ধের কারনে ওই রাস্তায় চলাচলকারীরা পড়েছেন বিপাকে। এতে এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। । তাদের বাধাঁ নিষেধ করে এবং স্থানীয় লোকজন দ্বারা সামাজিক বিচারের চেষ্টা করলে প্রভাবশালীরা কর্ণপাত না করায় চুনু মিয়া নামের ব্যক্তি উল্লেখিত ব্যক্তিদ্বয়ের বিরুদ্ধে লিখিত অভিযোগ দেওয়ার কারনে তাকে প্রাণ নাশের হুমকি সহ নানা ভয়ভীতি দেখাচ্ছে প্রভাবশালীরা। এ ব্যাপারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।