নবীগঞ্জে বিষপানে গৃহবধুর মৃত্যু
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ উপজেলার কুর্শী ইউনিয়নের রাইয়াপুর গ্রামের ১সন্তানের জননী রংবালা বেগম কিটনাশক পান করে আত্মহত্যা করেছে। খবর পেয়ে নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্ধার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে।
জানাযায়, নবীগঞ্জ উপজেলার রাইয়াপুর গ্রামের জহুর উদ্দিন উদ্দিনের স্ত্রী রংবালা বেগম (৩০) গত রবিবার দিবাগত ভোর রাতে সেহরী খাওয়ার সময় পরিবারের সকলের অগোচরে ঘরে রাখা কিটনাশক পান করে মৃত্যুর কোলে ঢলে পড়ে। বিষয়টি বাড়ীর অন্যান্য লোকজনের গোছরে আসলে নবীগঞ্জ থানা পুলিশকে অবহিত করা হয়। গত সোমবার নবীগঞ্জ থানা পুলিশ লাশ উদ্বার করে হবিগঞ্জ মর্গে প্রেরন করেছে। রংবালা বেগম দীর্ঘ ৭ বছর পূর্বে রাইয়াপুর গ্রামের জহুর উদ্দিনের কাছে বিয়ে হয়েছিল। তার একটি কন্যা সন্তান রয়েছে। আত্মহত্যাকারী রংবালা বগেম নবীগঞ্জের পাশ্ববর্তী মৌলভীবাজার জেলার খলিলপুর ইউনিয়নের পূর্ব লামুয়া গ্রামের মোঃ চনর উদ্দিনের কন্যা। তবে আত্মহত্যার কারন জানাযায়নি।