সিলেটে দুই ভাইকে আহত করে তিন লাখ টাকা লুট
সুরমা টাইমস ডেস্কঃ সিলেট মহানগর পুলিশের আওতাধীন জালালাবাদ থানার কুরিরগাও বাজার এলাকায় দুই ভাইকে মারধর করে তিন লাখ টাকা লুটে নিয়েছে দুর্বৃত্তরা। শনিবার রাত ১টার দিকে কুরিরগাও বাজার সংলগ্ন শরীফ আলীর বাড়ির সামনের রাস্তায় এ ঘটনা ঘটে। হামলায় গুরুতর আহতরা হলেন- জালালাবাদ থানাধীন পুরান কালারুকা গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে জাহেদ আহমদ (২৮) ও জুনেদ আহমদ (২৪)।
তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ৩য় তলা ১১নং ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। আহত দুই ভাই – সিলেট নগরীর পাঠানটুলাস্থ বড় ভাইয়ের বাসা থেকে সিএনজি অটোরিকশাযোগে বাড়িতে ফিরছিলেন। কুরিরগাও বাজার এলাকায় যাওয়ার পর একটি মাইক্রোবাসযোগে ৬-৭ জন সন্ত্রাসী এসে তাদের অটোরিকশার গতিরোধ করে। পরে তাদেরকে বেধড়ক মারপিট করে সাথে থাকা ৩ লাখ টাকা ও মোবাইল ফোন সেট ছিনিয়ে নেয়। হামলাকারীরা মুখোশধারী ছিল জানিয়ে আহতরা জানান- হামলার সময় দুইজনের মুখোশ সরে যাওয়ায় তারা তাদেরকে চিনতে পারেন। এ দুইজন হলেন- কালারুকা গ্রামের মনফর আলী ও সমছুল। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান তারা।জালালাবাদ থানার ওসি গৌসুল হোসেন সাথে যোগাযোগ করলে তিনি বলেন- হামলার ঘটনায় থানায় কোন মামলা হয়নি। লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।