শাল্লায় ১১লিটার মাদকসহ দুজন গ্রেপ্তার
বিপ্লব রায় শাল্লা প্রতিনিধিঃ সুনামগঞ্জের শাল্লা উপজেলায় ১০ লিটার মাদকসহ দুজনকে গ্রেপ্তার করেছে শাল্লা থানার পুলিশ। গত শুক্রবার রাত ৯.৩০ মিনিটে উপজেলার উজানগাও দৌলত পুর গ্রাম থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা হলেন , দৌলতপুর গ্রামের আব্দুর গফুর মিয়ার ছেলে মোঃ দুলাল মিয়া (৪৫) এবং আব্দুর বারেক মিয়ার ছেলে মোঃ খোকন মিয়া (৪০)। জানা যায় শাল্লা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনিসুর রহমানের নেতৃত্বে শাল্লা থানার একদল পুলিশ অভিযান পরিচালনা করে তাদেরকে গ্রেপ্তার করেন। এবিষয়ে ওসি আনিসুর রহমানের সাথে কথা তিনি বলেন তারা মাদক মামলাসহ বিভিন্ন মামলায় জড়িত আছে বলে তাদেরকে গ্রেপ্তার করে গতকাল ১০ টায় সুনামগঞ্জ দ্বায়রা জজ আদালতে প্রেরন করা হয়েছে।