ধর্ষনের অভিযোগ যখন মামার বিরুদ্ধে
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট শহরতলীর শাহপরান এলাকার কল্লগ্রামে মামা কর্তৃক এক কিশোরী ধর্ষনের অভিযোগ উঠেছে। ঘটনার নির্যাতিতার পিতাকে নানা ধরনের হুমকি দেওয়া হচ্ছে। থানায় অভিযোগ দেওয়া থেকে বিরত রেখে একটি পক্ষ আজ বৃহস্পতিবার রাতে গ্রাম্য শালিশে আপোষ মিমাংশার উদ্যোগ নিয়েছে। জানা যায়, জৈন্তাপুর উপজেলার চিকনাগুল ইউনিয়নের পাঠনিপাড়া গ্রামের নুরুল ইসলামের কিশোরী মেয়েকে (১৫) শহরতলীর কল্লগ্রামে অসুস্থ নানীকে সেবার জন্য দুইমাস পূর্বে নিয়ে আসা হয়। নানা ছত্তার মিয়ার ছেলে শোয়েব আহমদ (১৮) ওই কিশোরিকে গত ৪ জুলাই থেকে পরপর কয়েকদিন ধর্ষন করে। শেষ দিন মেয়েটিকে বাড়ি থেকে জোরর্পূবক তাড়িয়ে দেয়ার চেষ্টা করা হয়। ধর্ষণের অপমান সইতে না পেরে এক পর্যায়ে মেয়েটি আত্মহত্যার চেষ্টা করলে তাকে আশপাশের লোকজন উদ্ধার করেন। কিন্তু চিকিৎসা না দিয়ে পরবর্তীতে তারা মেয়েটিকে জ্বীন-ভূতের আছর বলে চালিয়ে দেয়ার চেষ্টা চালায়। একপর্যায়ে এলাকাবাসীর চাপের মুখে মেয়েটিকে তার বাবার বাড়িতে পাঠিয়ে দেয়া হয় এবং শালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তি করে দেয়ার আশ্বাস দেয়া হয়।
ধর্ষিতার বাবা নুরুল ইসলাম জানান, ছত্তার মিয়া গং তাকে আইনের আশ্রয় না নিয়ে আজ তারাবির নামাজের পর গ্রাম্য শালিশে আপোষ নিষ্পত্তি করে দেবেন বলে আস্বাস দিয়েছেন। তবে কল্লগ্রামের ছাত্তার মিয়া জানান, ধর্ষনের কোন ঘটনা ঘটেনি। মেয়েটি তার আপন ভাগ্নির মেয়ে এবং তার বাড়িতে কাজ করত বলে তিনি জানান। তিনি বলেন, শোয়েব একটি শিক্ষিত ছেলে। সে কেন্টনম্যান্ট বোর্ড স্কুলে এইচএসসি পরিক্ষার্থী। সে এ ধরনের কাজ করতেই পারেনা। তিনি আরও জানান, মেয়েটির উপর ছাটা (জ্বীনের আছর) আছে, আমি তাকে অনেক কবিরাজ দিয়ে চিকিৎসা করিয়েছি। পরিশেষে তার বেতন ভাতা দিয়ে বাড়ীতে পৌছে দিয়েছি। এ ব্যাপারে থানার ওসি জানান, ধর্ষণের ঘটনায় কেউ অভিযোগ করেনি। অভিযোগ আসলে আমরা যথাযত ব্যাবস্থা নেব।