মমতাজের গানের পর এবার সংসদে এরশাদের কবিতা
সুরমা টাইমস ডেস্কঃ মমতাজের গানের পর এবার সংসদে জাতীয় পার্টির চেয়ারম্যান এবং শেখ হাসিনার বিশেষ দূত হুসাইন মুহাম্মদ এরশাদ তার স্বরচিত কবিতা আবৃতি করে শুনালেন। নিজেকে বাবার (শেখ মুজিব) মতো অমর করে রাখতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কঠোর হস্তে আইন-শৃঙ্খলা রক্ষা ও দুর্নীতি দমনের আহ্বান জানিয়ে তিনি বলেন, এসব করতে প্রধানমন্ত্রী যে কোনো কর্মকাণ্ডে জাতীয় পার্টি অংশ নেবে। সংসদে দেওয়া এরশাদের এই বক্তব্যের শেষে সরকারের সঙ্গে এক হয়ে কাজ করার আশা ব্যক্ত করে স্বরচিত কবিতা আবৃত্তি করেন তিনি।
সংসদে এরশাদের স্বরচিত কবিতা-
আমাদের যাত্রা হলো শুরু,
এগিয়ে যাবার শপথ নিলাম তাই।
১৬ কোটি মানুষের আশার প্রদীপ হাতে,
সব বাঁধা পেরিয়ে চলো এগিয়ে যাই।
গড়তে সবাই নতুন এক দেশ,
সে আমার তোমার প্রাণের বাংলাদেশ।
প্রসঙ্গত, গত মাসে সংসদে আওয়ামী লীের সাংসদ কন্ঠশিল্পী মমতাজ গান গেয়ে শুনিয়েছিলেন সাংসদদের।