বিশ্বনাথে বিনামূল্যে কৃষকদের মধ্যে সার-বীজ বিতরণ

pic1বিশ্বনাথ প্রতিনিধি: বিশ্বনাথে কৃষি অফিসের উদ্যোগে কৃষকদের মধ্যে বিনামূল্যে সার ও বীজ বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল বুধবার বেলা ১টায় উপজেলা পরিষদ হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনামনি চাকমার সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান সুহেল আহমদ চৌধুরী।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সোলেমান হোসাইনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিশ্বনাথ ইউপি চেয়ারম্যান জালালউদ্দিন, উপজেলা মৎস্য কর্মকর্তা নির্মল চন্দ্র বণিক, উপজেলা বিআরডিবির চেয়ারম্যান সিরাজ খান। সভায় স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা খায়রুল আমীন। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মৎস্য কর্মকর্তা সমবায় কর্মকর্তা শাহজাহান, সমাজ সেবা কর্মকর্তা আবদুল মুকতাকিম, যুব উন্নয়ন কর্মকর্তা মাহবুব আলম। এসময় বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী শিপন, কোষাধক্ষ্য অসিত রঞ্জন দেব, সদস্য নুরউদ্দিন, সাংবাদিক মশিউর রহমান, ফটো সাংবাদিক শফিকুল ইসলাস শফিক, সংগঠক তৈয়বুর রহমানসহ কৃষি অফিসের বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
সভা শেষে উপজেলার প্রায় দুইশত কৃষকের মধ্যে ২০১৪-১৫ বছরের রোপা আমন মৌসুমে ক্ষুদ্র ও প্রাপ্তিক চাষীদের মধ্যে বিনা মূল্যে রাসায়নিক সার ও বীজ বিতরণ করেন অনুষ্টানের অতিথিবৃন্দ।