কানাইঘাটে দু’পক্ষের সংঘর্ষে মহিলাসহ আহত- ১০
কানাইঘাট প্রতিনিধি : গতকাল কানাইঘাট পৌর শহরের নন্দিরাই গ্রামে তুচ্ছ ঘটনার জের ধরে দু’পক্ষের মধ্যে এক রক্তক্ষয়ি সংঘর্ষে শিশু ও মহিলাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। আহতরা হলেন নন্দিরাই গ্রামের মুহিবুর রাহমান (৬০) নাছির উদ্দিন (২৮) আক্কাছ উদ্দিন (১৮) আলকাছ উদ্দিন (১৬) গিয়াস উদ্দিন (১৪) শরিফ উদ্দিন (১২) আব্দুল কাদির (২২) আফতারুন নেছা (৫০) সাফিয়া বেগম (১৫) ও রোকসানা বেগম (১৮)। এদের মধ্যে নাছির উদ্দিন, আলকাছ উদ্দিন ও আব্দুল কাদির কে আশংকাজনক অবস্থায় সিলেট ওমেক হাসপাতাল সহ শহরের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যে আহতদের কে কানাইঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
জানা যায়, গতকাল বিকাল ৫টায় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মুহিবুর রাহমান ও তার ভাতিজা আব্দুল কাদিরের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে দু’পক্ষের লোকজন দেশিয় অস্ত্র সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এ রির্পোট লেখা পর্যন্ত উভয় পক্ষে কানাইঘাট থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।