৮ জুলাই সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা সকাল প্রকার পরিবহণ ধর্মঘট
সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির প্রতিবাদ সভায় ঘোষণা
৮ জুলাইকে সিলেট বিভাগে সকাল-সন্ধ্যা সকাল প্রকার পরিবহণ ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটি। ছাতক লাফার্জ সুরমা সিমেন্ট কোম্পানীর ২৩ জন পরিবহণ শ্রমিককে চাকুরীচ্যুৎ করার প্রতিবাদে, নিখোজ চালক সোহেলের সন্ধান ও চালক স্বপন জাহাঙ্গীরের হত্যাকারীদের গ্রেফতারের দাবীতে এ আন্দোলনের ডাক দেওয়া হয়। গতকাল সোমবার দুপুরে বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির দক্ষিণ সুরমার বাবনা পয়েন্টস্থ কার্যলয়ে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতির বক্তব্যে সংগঠনের বিভাগীয় কমিটির সভাপতি মুক্তিযোদ্ধা সেলিম আহমদ ফলিক এ ধর্মঘট কর্মসূচি ঘোষণা করেন। তবে দাবী না মানলে অনির্দিষ্টকালের পরিবহণ ধর্মঘটের কর্মসূচি ঘোষণা করা হবে আল্টিমেটাম দেওয়া হয়।
বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন বিভাগীয় কমিটির কার্যকরি সভাপতি মোঃ তেরা মিয়া ও জেলা সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রফিক মিয়ার যৌথ পরিচালনায় প্রতিবাদ সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ সড়ক পরিবহণ শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সজিব আহমদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মৌলভীবাজার ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান ওদুদ, হবীগঞ্জ জেলা শ্রমিক ইউনিয়নের সভাপতি মালাই মিয়া, সিলেট জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, ২০৯৭ শ্রমিক ঐক্য জোটের সভাপতি মতছির আলী, জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক আজাদুর রহমান, মৌলভীবাজার সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আলকাছ মিয়া, সুনামগঞ্জ ড্রাইভার শ্রমিক ইউনিয়নের সভাপতি ছুরত আলী, সুনামগঞ্জ ট্রাক শ্রমিক ইউনিয়নের সভাপতি নুর উদ্দিন, সড়ক পরিবহণ শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক নুরুল হক, সুনামগঞ্জ জেলা সিএনজি সড়ক পরিবহনের সাধারণ সম্পাদক আসাদুর রহমান, পরিবহণ নেতা মনির উদ্দিন, সামছুল হক মানিক প্রমূখ। সভায় বক্তারা বলেন শ্রমিকরা প্রতিনিয়ত নির্যাতনের শিকার হচ্ছে। ছাতকের লাফার্জ সিমেন্ট কোম্পানীর পরিবহণ চালকদেরকে অন্যায় ভাবে চাকুরীচ্যুত করা হয়েছে। নিখোজ করা হচ্ছে গাড়ি চালকদেরকে। এমনকি চালকদেরকে হত্যাকরার পর আসামীদের গ্রেফতার করা হচ্ছে না। জেলা প্রশাসকসহ বিভিন্ন দফতরে স্মারকলিপি দিয়েও কোন সুফল পাওয়া যাচ্ছে না। তাই জোটবদ্ধ ভাবে আন্দোলন করে দাবী আদায় করে নিতে হবে। তাই ৮ জুলাইর পরিবহণ ধর্মঘট সফল করতে সকল সংগঠনকে আন্তরিকতার সাথে কাজ করতে হবে। প্রেস বিজ্ঞপ্তি