নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে ভ্রাম্যমান আদালতের সাড়াশি অভিযান পরিচালনা
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে ॥ নবীগঞ্জ শহরকে যানজট মুক্ত করতে গতকাল শনিবার বিকালে শহরে ভ্রাম্যমান আদালতের এক সাড়াশি অভিযান পরিচালনা করা হয়েছে। নবীগঞ্জ উপজেলা সহকারী কমিশনার(ভূমি)ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ মাহমুদুল হকের নেতৃত্বে শহরের নতুন বাজার আব্দুল মতিন স্কয়ার পয়েন্ট ও শেরপুর রোডে অভিযান চলাকালে অবৈধ ভাবে পার্কিং না করার জন্য বাস ও সিএনজি ম্যানাজারদের ডেকে সর্তক করে দেয়া হয়েছে। এরপর থেকে শহরের ভিতরে যত্রতত্র স্থানে গাড়ী থামালে আর্থিক জরিমানা ও কারাদন্ড উভয় দন্ডে দন্ডিত করা হবে বলে হুশিয়ার করে দিয়েছেন ভ্রাম্যমান আদালত। ভ্রাম্যমান আদালত পরিচালনাকালে শেরপুর রোডস্থ সাদিয়া হোটেল এন্ড রেষ্টুরেন্টে পচাঁ বাসী খাবার তৈরী ও বিক্রির দায়ে নগদ ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। অভিযানকালে উপস্থিত ছিলেন পৌরসভার নির্বাহী প্রকৌশলী সুজিত বড়–য়া,নবীগঞ্জ থানার এস.আই আরিফ উল্ল¬া,পরিবহন শ্রমিক ইউনিয়ন সভাপতি মোঃ ইয়াওর মিয়া,পৌর কাউন্সিলর এ.টি.এম সালাম,কাউন্সিলর পৌর কাউন্সিলর সন্তোষ দাশ,পৌর সচিব নুরে আলম সিদ্দীকি,নবীগঞ্জ প্রেসক্লাবের অর্থ সম্পাদক মোঃ সেলিম তালুকদার প্রমূখ। গত দু’দিন যাবৎ শহরে এ অভিযান পরিচালনার ফলে নতুন বাজার এলাকা অনেকটা যানজট মুক্ত লক্ষ্য করা যাচ্ছে। স্থানীয় লোকজন জানান,অভিযান বন্ধ হওয়ার পর বাস ও সিএনজি পূণরায় রাস্তা দখলে নেয়ার চেষ্টা করে। এক্ষেত্রে পৌর পরিষদ ও উপজেলা প্রশাসন আরো কঠোর হওয়া প্রয়োজন।