বিশ্বনাথে কবর স্থান দখল করে পাকা ঘর নির্মাণ
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে কবর স্থানের জায়গা জোরপূর্বকভাবে দখল করে প্রতিপক্ষ পাকা ঘর নির্মাণের অভিযোগ পাওয়া গেছে। ২৫ জুন সকাল ৯টায় কাজ শুরু করেন লামাকাজি ইউনিয়নের বাহাদুর পুর প্রকাশিত উদয়পুর গ্রামে গোলাম রাব্বানী ও তারপুত্র তোফায়েল আহমদ। এ বিষয়ে একই গ্রামের মুহিবুর রহমান মানিক ২৬ জুন সিলেটের পুলিশ সুপার নূরেআলম মিনা বরাবরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন। এছাড়া আদালতে মামলা রয়েছে। যার নং ৪২/২০১৪ রয়েছে। বিষটি নিয়ে যে কোন সময় সংঘর্ষ হতে পারে বলে আংশকা করা হচ্ছে।