বয়স্ক কোরআন শিক্ষার কেন্দ্র স্ব-উদ্যোগে পরিচালনার আহবান
বয়স্ক কোরআন শিক্ষা বোর্ড সিলেট এর কার্যনির্বাহী কমিটির এক জরুরী সভা গত ২৬ জুন বৃহস্পতিবার বাদ এশা শেখঘাটে অনুষ্ঠিত হয়। বোর্ডের প্রতিষ্ঠাতা সভাপতি মাওলানা আহমদ হুসাইনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মো: দুলাল হোসেনের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি সাংবাদিক কবির আহমদ, সহ-সভাপতি আলাউদ্দিন আলো, সহ-সম্পাদক প্রভাষক আসাদুল হক আসাদ, কোষাধ্যক্ষ মাওলানা আহমদ আলী মিছির, সদস্য মাওলানা আব্দুল্লাহ আনছার, ইঞ্জিনিয়ার মিফতাউজ্জামান ইমরান, মো: মামুন হোসেন প্রমুখ।
সভায় আসন্ন মাহে রমজানে সিলেট সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আর্থিক অনুদান প্রদান না করায় প্রশিক্ষণে সংশ্লিষ্ট ইমাম সাহেব ও মহিলা প্রশিক্ষকদেরকে স্ব-উদ্যোগে কেন্দ্র পরিচালনার জন্য অনুরোধ জানানো হয় এবং গত বছরের সিলেটবাস অনুসরণের অনুরোধ জানানো হয়। সভায় অন্যান্য গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহিত হয়। সভার শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন মাওলানা আহমদ আলী মিছির ও মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুল্লাহ আনছার। বিজ্ঞপ্তি