নবীগঞ্জের কেন্দ্রীয় জামে মসজিদের উদ্ধোধন
এমপি মুনিম চৌধুরী বাবু’র ১ লক্ষ টাকার অনুদান প্রদান
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে
নবীগঞ্জ শহরের মধ্য বাজারস্থ কেন্দ্রীয় জামে মসজিদের কার্য্যক্রম গতকাল বৃৃহস্পতিবার দুপুরে আনুষ্টানিক ভাবে উদ্ধোধন করা হয়েছে। মসজিদের মুতাওয়ালি¬ আব্দুল মালিক চৌধুরীর সভাপতিত্বে ও মসজিদের সেক্রেটারি শাহ খালেদ ও খতিব মাওলানা ইসমাইল আহমদের যৌত পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নবীগঞ্জ-বাহুবল আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বিশেশ অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলমগীর চৌধুরী, পৌর মেয়র অধ্যাপক তোফাজ্জল ইসলাম চৌধুরী, ওসি মোঃ লিয়াকত আলী, উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, পৌর বিএনপির সভাপতি ছাবির আহমদ চৌধুরী, সাধারন সম্পাদক নাজমুল ইসলাম চৌধুরী, সাবেক সাধারন সম্পাদক তৌহিদুল ইসলাম চৌধুরী, পৌর আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ওহি চৌধুরী প্রমুখ। অনুষ্টান শুরুতেই মোনাজাত করেন প্রখ্যাত আলেমেদ্বীন মাওলানা নুরুল ইসলাম ওলিপুরি। এ সময় সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু মসজিদের উন্নয়নে ১ লক্ষ টাকার অনুদান মসজিদ কমিটির কাছে তুলে দেন।