শ্রমিক নেতা বাবুল মিয়ার মুক্তির দাবীতে সভা অনুষ্টিত
বাবুল মিয়া ও মানিক মিয়াকে নিঃশর্ত মুক্তির দাবী সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭
সিলেট জেলা অটো রিক্সা (সি এন জি) শ্রমিক ইউনিয়ন রেজি: নং-৭০৭ এর অন্ত:ভুক্ত শাহী ঈদগাহ শাখার শ্রমিকদের ভোটে নির্বাচিত সাংগঠনিক সম্পাদক মোঃ বাবুল মিয়া ও সদস্য মানিক মিয়াকে অটো রিক্সার মালিক কর্তৃক সাজানো মিথ্যা মামলা দিয়ে গ্রেফতার করিয়ে নিরীহ শ্রমিকদের নির্যাতনের প্রতিবাদে ও নিঃশ্বর্ত মুক্তির দাবীতে সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ উত্তর সুরমার আঞ্চলিক শাখার সকল সভাপতি সম্পাদক নিয়ে গত ২২জুন রবিবার বিকাল ৩টার সময় কেন্দ্রীয় কার্যালয়ে এক প্রতিবাদ সভা অনুষ্টিত হয়। কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি প্রবীন শ্রমিক নেতা মানিক মিয়ার সভাপতিত্বে ও অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন শাহী ঈদগাহ শাখার সাধারন সম্পাদক এম. বরকত আলীর পরিচালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের সহ-সাংগঠনিক সম্পাদক ও সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক আজাদ মিয়া, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট জেলা সড়ক পরিবহন শ্রমিক ঐক্য পরিষদের ও সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭ কেন্দ্রীয় কমিটির কোষাধ্যক্ষ শাহাব উদ্দিন, অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন, জেলা অটো শ্রমিক ইউনিয়নের মেম্বার ও তামাবিল শাখার সভাপতি মাসুক মিয়া, সুরুক মিয়া, সদস্য মামুনুর রশিদ, শাহী ঈদগাহ শাখার সভাপতি আমজাদ হোসেন উজ্জল, আম্বর খানা সালুটিকর ৭০৭ এর সভাপতি আব্দুল মন্নান, চুনু মিয়া, তাজ উদ্দিন, পাঠান টুলা শাখার ৭০৭এর সভাপতি আব্দুল জব্বার, মেডিক্যাল শাখার ৭০৭এর সভাপতি আফরুজ মিয়া, দরগা শাখার ৭০৭এর সভাপতি আবু তাহের নানা ভাই, উপশহর শাখার সভাপতি রহিম মিয়া, সম্পাদক মানিক, সুবহানিঘাট সভাপতি মোঃ রাফিক মিয়া, মুক্তিযোদ্ধা শাখা সম্পাদক আব্দুল হামিদ, বালুচর শাখার সভাপতি আব্দুর রহিম, সম্পাদক সাদ্দাম হোসেন, টিলাগর শাখার সভাপতি কাজল মিয়া, সম্পাদক খছরু মিয়া, মাস্টার ওয়াহিদ মিয়া, আব্দুর রহিম, আজগর মিয়া, তামাবিল শাখার মেম্বার রফিক মিয়া প্রমূখ।
সভায় প্রধান অতিথি বলেন, বাবুল মিয়া ও সদস্য মানিক মিয়াকে নিঃশ্বর্ত মুক্তির দাবীতে আগামী ২৭জুন বৃহস্পতিবার বেলা ২ঘটিকার সময় ৭০৭ জেলা কার্যলয়ে সিলেট জেলা অটো রিক্সা শ্রমিক ইউনিয়ন ৭০৭এর অন্ত:ভুক্ত প্রত্তেকটি শাখার সভাপতি ও সম্পাদককে যথা সময়ে উপস্থিত থাকার জন্যে আহবান জানান। বিজ্ঞপ্তি