সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষকদের কর্মবিরতি
সৈয়দ তাওসিফ মোনাওয়ার, সুনামগঞ্জ : বিসিএস শিক্ষা ক্যাডারের দীর্ঘদিনের নানা সমস্যা দূরীকরণের দাবীতে সুনামগঞ্জ সরকারি কলেজে সমাবেশ, কর্মবিরতি ও অবস্থান কর্মসূচী করেছেন কলেজে কর্মরত শিক্ষকেরা। প্রচণ্ড বৃষ্টি উপেক্ষা করেও রোববার বেলা এগারোটায় সরকারি কলেজের শহীদ মিনার প্রাঙ্গনে একঘণ্টাব্যাপী এ কর্মসূচী পালন করেন তারা। বিসিএস সাধারণ শিক্ষা সমিতি সুনামগঞ্জ সরকারি কলেজ ইউনিটের সাধারণ স¤পাদক মোঃ মোস্তানসার বিল্লাহ জানান, কেন্দ্রীয় কর্মসূচী হিসেবে ঢাকা কলেজের সামনে সমাবেশ এবং শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান করেছেন শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এছাড়া সারাদেশের সব সরকারি কলেজে বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত সমাবেশ হয়েছে। এরই অংশ হিসেবে সুনামগঞ্জ সরকারি কলেজের শিক্ষকেরা কর্মবিরতি করেন। সুনামগঞ্জ সরকারি কলেজের অধ্যক্ষ ও বিসিএস সাধারণ শিক্ষা সমিতির সহসভাপতি প্রফেসর মেজর ছয়ফুল কবীর চৌধুরী কেন্দ্রীয় কর্মসূচীতে অংশ নিয়েছেন।
সুনামগঞ্জ সরকারি কলেজে কর্মবিরতিতে শিক্ষা ক্যাডারের নানা সমস্যা দূরীকরণে দাবী জানিয়ে বক্তব্য রাখেন, সুনামগঞ্জ সরকারি কলেজের উপাধ্যক্ষ সৈয়দ মহিবুল ইসলাম, উদ্ভিদবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান কল্পনা তালুকদার, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান নীলিমা চন্দ প্রমুখ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষকেরা উপস্থিত ছিলেন।
বক্তারা তাদের দাবী-দাওয়ায় বলেন, বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের পদোন্নতি বৈষম্য দূর করতে হবে। সুপার নিউমারারি পদ সৃষ্টি বা ইন-সিটু প্রমোশনের মাধ্যমে ১৩ব্যাচ পর্যন্ত ৮৪৮জনকে অধ্যাপক, ১৮ব্যাচ প্ররযন্ত ১৩৬১জনকে সহযোগী অধ্যাপক এবং ২৪বিসিএস প্রর্যন্ত ৬১৫জন শিক্ষা ক্যাডার কর্মকর্তাকে পদোন্নতি দিতে হবে। অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদের বেতন স্কেল আপগ্রেড করতে হবে এবং অধ্যাপকদের ৩য় গ্রেডে সিলেকশন গ্রেড প্রদান করতে হবে।
তারা আরো বলেন, বোর্ডসমূহের চেয়ারম্যান, মাউশির পরিচালক এবং অধ্যক্ষ পদসমূহ আপগ্রেড করে ২য় গ্রেড দিতে হবে। কলেজগুলোর উপাধ্যক্ষ পদটি সহযোগী অধ্যাপক পদমর্যাদার, এটি আপগ্রেড করে অধ্যাপক পদমর্যাদায় নিতে হবে। এছাড়া বেসরকারি তহবিল ব্যবহারে নীতিমালা সংশোধন, নবগঠিত মাদ্রাসা অধিদপ্তরে শিক্ষা ক্যাডারের কর্মকর্তাদের পদায়ন, ওয়ারেন্ট অব প্রেসিডেন্সে শিক্ষকদের যথাযথ অবস্থান নিশ্চিতকরণসহ নানান দাবী-দাওয়া তোলে ধরেন তারা।