বিশ্বনাথে বালিকা বিদ্যালয়ের শিক্ষকের বাসায় চুরি
বিশ্বনাথ প্রতিনিধিঃ বিশ্বনাথে হাজী মফিজ আলী বালিকা উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষকের বাসায় চুরি সংগঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা সদরের জানাইয়া রোডে শিক্ষক সানোয়ার হোসেনের বাসায় এঘটনা ঘটে। এঘটনায় শিক্ষক বাদী হয়ে থানায় সাধারণ ডায়েরী করেন।
জানাগেছে, প্রতিদিনের ন্যায় গতকাল রবিবার সকাল ১০টায় শিক্ষক সানোয়ার হোসেন বিদ্যালয়ে ক্লাস নিতে চলে আসেন। এসময় তার স্ত্রী তাদের স্কুল পড়–য়া ছেলেকে প্রাথমিক বিদ্যালয়ে নিয়ে যান। বেলা ১টায় শিক্ষকের স্ত্রী বাসায় এসে প্রবেশ করে ঘরের আসবাবপত্র তছনছ অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তিনি বাসার পিছনের বেলকুনি ও একটি দরজা ভাঙ্গা অবস্থায় দেখেন। ধারনা করা হচ্ছে ওই বেলকুনি দিয়ে চুর ঘরে প্রবেশ করে। চোরেরা ঘরে প্রবেশ করে আলমীরা ভেঙে ৫ ভরি স্বর্ণাংলকার ও নগদ প্রায় ৬ হাজার টাকা নিয়ে যায়।
থানার এসআই শামিম আখকজি বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এঘটনায় থানায় সাধারণ ডায়েরী হয়েছে। তিনি বলেন, ঘরে ছোট শিশুকে প্রবেশ করে চুরি করা হয়েছে বলে ধারনা করা হচ্ছে।