বিশ্বনাথে গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটির সম্মেলন
বিশ্বনাথ প্রতিনিধিঃ সংসদ সদস্য ইয়াহইয়া চৌধুরী এহিয়া বলেছেন, গ্রাম ডাক্তার পরিশ্রমি। তারা ঝড়-তুফান উপেক্ষা করে সেবা দিয়ে যাচ্ছেন। তাদের এ অবদান ছোট করে দেখার নয়। তিনি বলেন, গ্রাম ডাক্তার কথাটা ছোট হলে। কাজ করেন বড়। তাদের সেবা আসল সেবা। তিনি গতকাল শনিবার বিশ্বনাথে গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার দ্বি-বার্ষিক সম্মেলনে এসব কথা বলেন। সভার শুরুতে শুভেচ্ছা বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ শাখার সহ-সভাপতি ডাক্তার শানুর হোসাইন।
গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি বিশ্বনাথ উপজেলা শাখার সভাপতি ডাক্তার প্রবীর কান্তি দে পিংকু এর সভাপতিত্বে ও ডাক্তার হোসেন আহমদের পরিচালনায় অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সভাপতি ডাক্তার মিফতাহুল হোসেন সুইট। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবুল আক্তার, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান আহমদ নূরউদ্দিন, গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি ডাক্তার বাহারউদ্দিন। বিশ্বনাথ উপজেলা ঔষধ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক পিনাক চক্রবর্তী, ফার্মাসিটিক্যালস রিপ্রেজেনটিভ এসোসিয়েশনের সভাপতি জাহাঙ্গীর আলম, বিশ্বনাথ প্রেসক্লাবের সহ-সভাপতি তজম্মুল আলী রাজু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ন-আহবায়ক জয়নাল আবেদীন, বালাগঞ্জ উপজেলা গ্রাম ডাক্তার ঐক্য কল্যাণ সোসাইটি সভাপতি ডাক্তার এম.এ.জলিল, ওসমানীনগরের সভাপতি ডাক্তার সাহাবউদ্দিন, শাহপরাণ উপজেলার সভাপতি ডাক্তার হাবিবুর রহমান, মোগলাবাজারের সভাপতি ডাক্তার জাফর আহমদ সালাম প্রমুখ। সভার শুরুতে কোরআন তেলাওয়াত করেন ডাক্তার আবুল বসর ও গীতা পাঠ করেন ডাক্তার রাসেন্দ্র চৌধুরী। জাতীয় সংগীত পরিবেশন করেন প্রথম আলো বন্ধু সভার ক্ষুদে শিল্পী নুসরাত তাবাসসুম ও নওসাদ তানভীর।