সিলেটসহ সারাদেশে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন চলছে
সুরমা টাইমসঃ সিলেট সহ সারাদেশে আজ বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের কেন্দ্রীয়, জেলা, মহানগর ও উপজেলা কমান্ড কাউন্সিলের নির্বাচন । দীর্ঘ প্রচারণা শেষে আজ হচ্ছে এ নির্বাচন। সিলেট জেলায় চারটি ও মহানগরীতে দুটি প্যানেলে ভাগ হয়ে ভোটযুদ্ধে নেমেছেন মুক্তিযোদ্ধারা।
সিলেট জেলা মুক্তিযোদ্ধা সংসদের মোট ভোটার ২ হাজার ৮৭৮জন। আর সিলেট মহানগরীতে ১৮৪ জন ভোটার রয়েছেন। জেলারসকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হবে। মহানগরের ভোটাররা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে তারা ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আর জেলার ভোটাররা প্রতিটি উপজেলা কার্যালয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। জানা গেছে, সিলেট জেলার চারটি প্যানেলের মধ্যে ইউনিট কমান্ডার পদে লড়ছেন চার জন। ডেপুটি কমান্ডার পদে ২ জন করে মোট ৮ জন, সহকারী কমান্ডার পদে ১১ জন করে মোট ৪৪ জন এবং সদস্য পদে ৩ জন করে মোট ৯ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতা করছেন।
মহানগরীতে দুটি প্যানেলের মধ্যে ইউনিট কমান্ডার পদে ২ জন, ডেপুটি কমান্ডার পদে ২ জন করে মোট চার জন, সহকারী কমান্ডার পদে ২২ জন প্রতিদ্বন্দ্বীতা করছেন।
সিলেট জেলার চারটি প্যানেলের মধ্যে বাস প্রতীক নিয়ে লড়াইয়ে নেমেছেন মো. লুৎফুর রহমান-মো. তোতা মিয়া-মতিলাল মোহন্ত প্যানেল। আব্দুল হান্নান-নজরুল ইসলাম চৌধুরী- সিরাজুল ইসলাম বিদ্যুতিক পাখা প্রতীক নিয়ে নির্বাচনে লড়ছেন। পদ্মফুল প্রতীক নিয়ে মাঠে রয়েছেন মির্জা জামাল পাশা-মাসুক এ এলাহি-মো. সামসুদ্দীন প্যানেল। আর উড়োজাহাজ প্রতীক নিয়ে লড়ছেন সুব্রত চক্রবর্তী-মো. আকরাম আলী-সিরাজুল ইসলাম প্যানেল।
মহানগরীতে দুটি প্যানেলের মধ্যে টিউবওয়েল প্রতীক নিয়ে মো. আব্দুস শহীদ খান-বাবুল মিয়া-মো. মনাফ খান প্যানেল।বাস প্রতীক নিয়ে লড়ছেন ভবতোষ বর্মণ-মো. আব্দুল খালিক-শেখ আব্দুস সোবহান প্যানেল।
মো. লুৎফুর রহমান-মো. তোতা মিয়া-মতিলাল মোহস্ত প্যানেলে সহকারী ইউনিট কমান্ডার পদে যারা রয়েছেন তারা হলেন- মো. সোয়েব আলী, মো. আক্তারুজ্জামান, মো. নুরুল ইসলাম, মো. মখলিছুর রহমান, আব্দুল নূর, মো. কুটি মিয়া, আব্দুল মতিন চৌধুরী, সিপাহী আব্দুল মোসাব্বির, আব্দুল হান্নান, খলিল উদ্দিন ও শফিকুর রহমান চৌধুরী। কার্যকরী সদস্য পদে যারা লড়ছেন তারা হলেন- মো. খলিলুর রহমান, বশির উদ্দিন ও শামসুদ্দোহা।
সুব্রত চক্রবর্তী-মো. আকরাম আলী-সিরাজুল ইসলাম প্যানেলের সহকারী ইউনিট কমান্ডার প্রার্থীরা হলেন- মো. আব্দুল হক, হাজী ছাইফুল হোসেন, সুবল চন্দ্র পাল, আলী আমজদ, মো. আব্দুল আহাদ, আতিক আহমদ চৌধুরী, সুরুজ আলী, সেলিম মিয়া ফলিক, মো. আব্দুল হক, নির্মলেন্দু কুমার পাল, মিরন মিয়া। কার্যকরী সদস্য পদে যারা রযেছেন তারা হলেন- সুবেদার আফতাব উদ্দিন, মো. খলিলুর রহমান ও আব্দুস সালাম।
আব্দুল হান্নান মিয়া-নজরুল ইসলাম চৌধুরী-সিরাজুল ইসলাম প্যানেলে সহকারী ইউনিট কমান্ডার প্রার্থীরা হলেন- মো. শওকত আলী, মো. আব্দুল কাদির, আব্দুল হান্নান, ডা. মো. গিয়াস উদ্দিন, কাজী নাজিম উদ্দিন, আব্দুল খালেক, সামছু উদ্দিন চৌধুরী, মুফিজুর রহমান বাদশা, সায়েস্তা মিয়া, মুজিবুর রহমান ও মকদ্দছ আলী। কার্যকরী পদে যারা লড়ছেন তারা হলেন- মো. আলা উদ্দিন, কবির উদ্দিন আহমদ ও বশির উদ্দিন।
মির্জা জামাল পাশা-মাসুক এ এলাহি-মো. সামচ্ছুদ্দিন প্যানেলে সহকারী ইউনিট কমান্ডার পদে যারা লড়ছেন তারা হলেন- এস এম নাজিম উদ্দিন, শওকত আলী, অব. ক্যাপ্টেন তাহের আলী, নায়েব সুবেদার সাইদ আহমদ চৌধুরী, মো. সামছুল হক, সৈয়দ আব্দুল বাছিত আলী, আব্দুল হান্নান, ফয়জুর রহমান, হাজী মো. সমসের আলী, কাজী নুরুল ইসলাম ও তৈয়ব আলী। কার্যকরী সদস্য পদে গিয়াস উদ্দিন, এমএ জলিল ও সমসের আলী প্রতিদ্বন্দ্বীতা করছেন।মহানগরীতে দুটি প্যানেলের মধ্যে সহকারী কমান্ডার পদে যারা লড়ছেন তারা হলেন- চিত্র রঞ্জন দেব, মো. আব্দুল খালিক, মো. মুহিবুর রহমান, হিরা মিয়া, মো. হিফজুর রহমান, ফজলুর রহমান, প্রদীব কুমার সিংহ, আব্দুল খালেক, নিল কান্ত সিংহ, মো. জালাল উদ্দিন, আব্দুল মালেক (বীর প্রতিক), মনমহোন সিংহ, নজমূল হোসেন, মো. সিরাজ চুনু, মো. ওলিউর রহমান, মির্জা গিযাস উদ্দিন বেগ, সুরুজ মিয়া, ল্যা. না. আব্দুল হান্নান, নায়েক আউয়াল মিযা, মো. কুতুব উদ্দিন, শাহ আব্দুল ওদুদ চৌধুরী ও দীপংকর চক্রবর্তী।
কার্যকরী সদস্য পদে যারা প্রতিদ্বন্দ্বিতা করছেন তারা হলেন- আমির হোসেন, ননী গোপাল দাস, নাজনিন হোসেন, মুহিবুর রহমান চৌধুরী, সিরাজুল ইসলাম ও মানিক মিয়া।