সাতছড়ি বাংকার থেকে আরো মেশিন গান ও গোলা উদ্ধার
সুরমা টাইমসঃ হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার সাতছড়ি গভীর অরণ্যে নতুন খননকৃত একটি বাংকার (কূপ) থেকে ৪টি মেশিন গান ও ৮টি রকেট গোলা উদ্ধার করা হয়েছে।
বুধবার সকাল সাড়ে ৮টা থেকে নতুন করে উদ্ধার অভিযান শুরুর কিছু সময় পর এগুলো উদ্ধার করা হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের কমান্ডিং অফিসার (সিও) এএসপি সানা শামিনুর রহমান। মঙ্গলবার সন্ধ্যা ৬টায় উদ্ধার অভিযান শিথিল করা হয়েছিল। এর আগে রোববার রাত থেকে মঙ্গলবার বিকেল পর্যন্ত র্যাব-৯ এর সদস্যরা ওই অরণ্য থেকে
দুই শতাধিক রকেট লঞ্চার, শেল, লঞ্চারের চার্জার ও বিস্ফোরকসহ বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্র উদ্ধার করে। ঘটনাস্থলটি ভারতের ত্রিপুরা রাজ্যের সীমান্ত মাত্র তিন কিলোমিটার দূরে।