তাইতো তুমি মা !
সুরমা টাইমস ডেস্কঃ ফেসবুকে প্রতিদিনইই নতুন রিকোয়েস্টগুলো দেখি। আজ এ ছেলেটির প্রোফাইল চেক করতে গিয়ে চোখ আটকে গেলো! মাকে নিয়ে সুন্দর একটা পোস্ট! মায়ের জন্য প্রথম কিছু কিনেছে ছেলেটি। নতুন একজোড়া সেন্ডেল। সে নিয়ে মায়ের সেকি আলোড়ন! পাড়ার কারো জানতে বাকি নেই আর! পড়ে চোখে পানি চলে এসেছে! ছেলেটি যেদিন নিজের উপার্জনের টাকায় মায়ের জন্য কিছু কিনবে, সেদিন আরও ভালো লাগবে আমার।
ইন্টারমিডিয়েট এ পড়ি। মাকে ছাড়া প্রথম বাড়ির বাইরে থাকা। মেসে থাকি। কস্ট হয় খুব। প্রতি সপ্তাহে বাড়িতে যাই। এক বার বাড়িতে গেলে আর ফিরে আসতে ইচ্ছে করেনা।
প্রতি মাসে বাবা হিসেব করে টাকা দেন। তবে বিভিন্ন অকেশনে অতিরিক্ত টাকা আনি।এক বার জুতা কিনার জন্য এক্সট্রা টাকা আনলাম।
বাটার শো রুম থেকে নিজের জন্য এক জোড়া সো কিনলাম। টাকা পরিশোধ করে চলে আসার সময় কি মনে করে মায়ের জন্য এক জোড়া সেন্ডেল কিনলাম। চামড়ার সেন্ডেল। খুবই সাধারণ মানের্। প্রথম মায়ের জন্য কিছু কেনা।
পরের সপ্তাহে বাড়িতে এসে মাকে জুতা জোড়া দিলাম। মা কিছুক্ষণ অবাক হয়ে তাকিয়ে রইলেন! কিছু বললেন না।
পর দিন সকালে ঘুম থেকে উঠে বুঝলাম পাড়ার কেউ বাকি নেই জানতে।
তাঁর পাগলা ছেলে তাঁর জন্য জুতা কিনে আনছে। এই আনন্দ,এই সুখ তাঁর রাখার জায়গা নাই। তিনি জনে জনে বলে বেড়াচ্ছেন। তিনিই মনে হয় জগতের সবচেয়ে সুখি মানুষ!
বাবার টাকায় কেনা!
___মা এই তুমি অল্পতেই এত সুখি হও। আর তোমার অধম সন্তান এই অল্প টুকুই করতে পারেনা!
আমার এই অপারগতা তুমি ক্ষমা করে দাও আমি জানি মা। তাইতো তুমি মা।
তোমাকে ভালবাসি মা। অনেক বেশি ভালবাসি। (অস্ট্রেলিয়া প্রবাসী সাংবাদিক ফজলুল বারীর ফেসবুক পেজ থেকে নেয়া)