সিলেটে হিন্দু মহাজোটের সভা : হিন্দুদের জোর পূর্বক ধর্মান্তরিত করা বন্ধ করুন -রাকেশ রায়
বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোটের কেন্দ্রীয় কমিটির বিভাগীয় সাংগঠনিক সম্পাদক রাকেশ রায় বলেছেন, হিন্দুদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত বন্ধ করুন। নড়াইলের কলেজ ছাত্রী কান্তা ঘোষ সিলেটের নাবালিকা রুপা রানী দাস সহ যাদেরকে জোরপূর্বক ধর্মান্তরিত করার চেষ্টা চলছে এদেশে হিন্দুরা ঐক্যবদ্ধ হওয়ার মাধ্যমে প্রতিরোধ করবে। যারা হিন্দুদের দুর্বল মনে করে কুমিল্লার হোমনা হিন্দুবাড়ী সহ দেশের বিভিন্ন স্থানে জিহাদের মত তান্ডব চালাচ্ছে তাদের বিরুদ্ধে দেশের সকল অসাপ্রদায়িক ব্যাক্তিকে প্রতিরোধ করার আহবান জানান। তিনি গতকাল শুক্রবার বাংলাদেশ জাতীয় হিন্দু মহাজোট সিলেট জেলা শাখার উদ্যোগে আগামী ১৪ জুন ঢাকায় কেন্দ্রীয় কমিটির জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০১৪ইং সফলের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন। জেলা শাখার সভাপতি প্রবীন সাংবাদিক সুকেশ চন্দ্র দেবের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক অতিন্দ্র রঞ্জন দেবের পরিচালনায় সভায় বক্তব্য রাখেন, এড. মিনাল কান্তি দাস, এড. দীপক রঞ্জন দত্ত, এড. ফাল্গুনি বুনার্জি, নারী নেত্রী সোমালী রানী রায়, হিন্দু যুব মহাজোটের সুমন রঞ্জন দাস, প্রমথ চন্দ্র তালুকদার, ছাত্র মহাজোটের নিপা চক্রবর্তী, জয়দেব পাল, বিজিত মজুমদার প্রমূখ।
সভায় আগামী ৬জুন শুক্রবার সকাল ১০টায় রাজধানী ঢাকায় দয়াগঞ্জস্থ শ্রী শ্রী শিব মন্দির প্রাঙ্গনে জাতীয় প্রতিনিধি সম্মেলন ২০১৪ সফল করার লক্ষ্যে সিলেট বিভাগে সকল জেলা থেকে ৫জন প্রতিনিধিকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে। বিজ্ঞপ্তি