সিলেটে যৌন হয়রানি প্রতিরোধ ও নির্মূলকরণে মতবিনিময় সভা
সিলেটে মেয়েদের জন্য নিরাপদ নাগরিকত্ব (মেজনিন) কর্মসূচি ব্র্যাকের উদ্যোগে যৌন হয়রানি প্রতিরোধ ও নির্মূলকরণের লক্ষে নেটওয়ার্ক গঠনে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বুধবার জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত সভায় আমন্ত্রিত অতিথির বক্তৃতা করেন সুশাসনের জন্য নাগরিক (সুজন)’ সিলেটের সভাপতি ফারুক মাহমুদ চৌধুরী। সভায় মেজনিন কর্মসূচির অগ্রগতির প্রতিবেদন উপস্থাপন করেন মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মেজনাজ আলম কুমকুম। ধারণাপত্র উপস্থাপন করেন মেজনিন কর্মসূচির সিনিয়র সেক্টর স্পেশালিস্ট মীর ছামছুল আলম।
মতবিনিময় সভায় অন্যানের মধ্যে বক্তব্য দেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সভাপতি এএফএম রুহুল আনাম মিন্টু চৌধুরী, সিলেট সরকারী অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবলী রানী পুরকায়স্থ, সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হোসেন, জেলা ব্র্যাকের সিলেট প্রতিনিধি বিভাষ চন্দ্র তরফদার, মেজনিন কর্মসূচির সেক্টর স্পেশালিস্ট মো. রবিউল ইসলাম প্রমুখ। সভায় সুজন’র সভাপতি ফারুক মাহমুদ চৌধুরীকে আহবায়ক করে ১১ সদস্যের যৌন হয়রানি প্রতিরোধ ও নির্মূলকরণের নেটওয়ার্কিং কমিটি গঠন করা হয়।