মৌলভীবাজারে কৃষকনেতা মাস্টার ইমান আলীর মৃত্যুবার্ষিকী পালন
বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি কেন্দ্রীয় কমিটির সাবেক সভাপতি, সা¤্রাজ্যবাদ, সামন্তবাদ বিরোধী আন্দোলনের অগ্রসৈনিক, কৃষক আন্দোলনের পুরোধা পুরুষ মাস্টার ইমান আলীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী উপলক্ষে বাংলাদেশ কৃষক সংগ্রাম সমিতি মৌলভীবাজার জেলা কমিটির উদ্যোগে এক আলোচনা সভা অনুষ্টিত হয়। ২৬ মে বিকালে শহরের চৌমুহনাস্থ জেলা কার্যালয়ে কবি শহীদ সাগ্নিকের সভাপতিত্বে অনুষ্টিত সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় গণতান্ত্রিক ফ্রন্ট-এনডিএফ মৌলভীবাজার জেলা কমিটির সহ-সাধারণ সম্পাদক মোঃ মোস্তফা কামাল। আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন কৃষক সংগ্রাম সমিতি জেলা কমিটির অন্যতম সদস্য প্রবীণ কৃষক নেতা ডা. অবনী শর্মা, বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ জেলা কমিটির প্রচার সম্পাদক ও রিকশা শ্রমিক সংঘের সভাপতি সোহেল আহমেদ, ধ্রুবতারা সাংস্কৃতিক সংসদ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক অমলেশ শর্ম্মা, এনডিএফ কমলগঞ্জ উপজেলা কমিটির সদস্য মৃগেন চক্রবর্তী, কৃষক সংগ্রাম সমিতি কমলগঞ্জ উপজেলা কমিটির নেতা তাপস পাল প্রমূখ। সভায় বক্তারা বলেন প্রয়াত কৃষকনেতা মাস্টার ইমান আলী আমৃত্যু সা¤্রাজ্যবাদ সামন্তবাদ বিরোধী জাতীয় গণতান্ত্রিক বিপ্লব তথা কৃষি বিপ্লবের লক্ষ্যে অসংখ্য কৃষক আন্দোলনে নেতৃত্ব প্রদান করেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য দক্ষিণপশ্চিমাঞ্চলে ডহুরী বাঁধ কাটার আন্দোলন, বিল ডাকাতিয়া আন্দোলন, অপরিকল্পিত চিংড়ি ঘের বিরোধী আন্দোলন, ভৈরব নদ দখলমুক্ত করার আন্দোলন, সাতক্ষীরার ভূমিহীন আন্দোলন, সুনামগঞ্জের ভাসান পানি আন্দোলন এবং ১৯৯৩ সালে কৃষক সংগ্রাম সমিতির ৭ দফা দাবিতে সংসদ ভবন ঘেরাও ও ১৯৯৪ সালে সন্ত্রাস বিরোধী পদযাত্রা আন্দোলনে মাস্টার ইমান আলী প্রত্যক্ষ নেতৃত্ব প্রদান করেন। এছাড়া তিনি মাধ্যমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় নেতা হিসেবে শিক্ষকদের আন্দোলনে নেতৃত্ব প্রদান করার কারণে এক বছর জেল খাটেন। মাস্টার ইমান আলী বিশ্বাস করতেন ‘কৃষক ও কৃষির সমস্যাই মূলতঃ জাতীয় সমস্যা’। তাই জীবনের আত্মপ্রতিষ্ঠার সকল রকম হাতছানিকে পদদলিত করে তিনি আমৃত্যু কৃষকের মুক্তির লক্ষ্যে আন্দোলন সংগ্রাম করে গেছেন। বক্তারা তাঁর অসমাপ্ত কাজ সমাপ্ত করার মাধ্যমেই তাঁর প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদনের প্রত্যয় ব্যক্ত করেন। উল্লেখ্য কৃষকনেতা মাস্টার ইমান আলী ২০০৮ সালের ২৬ মে ৭৮ বছর বয়সে বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেন। বিজ্ঞপ্তি