জাজ মাল্টিমিডিয়ার সবুজ মুন্সীগঞ্জে উদ্ধার
সুরমা টাইমস ডেস্কঃ ঢাকা থেকে অপহরণের এক মাস পর জাজ মাল্টিমিডিয়ার জ্যেষ্ঠ হিসাবরক্ষক আবু বকর সবুজকে মুন্সীগঞ্জ থেকে উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার গভীর রাতে তাকে উদ্ধার করা হয়। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে চারজনকে আটক করা হয়েছে। আটকরা হলো- রফিকুল ইসলাম ওরফে নয়ন, কামরুল হাসান, আরিফ হোসেন ওরফে মিলন এবং মাইনুল হোসেন ওরফে বাবু।
ঢাকা মহানগর পুলিশের সহকারী কমিশনার আবু ইউসুফ জানান, গত মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে মুন্সিগঞ্জের টঙ্গিবাড়ি থানার দক্ষিণ পাইকপাড়া এলাকার কাজী কসবা এলাকায় অভিযান চালিয়ে আসামীদের আটক করাসহ ভিকটিমকে উদ্ধার করে ডিবি।
গত ২৬ এপ্রিল মিরপুর থেকে মগবাজারের জাজ মাল্টিমিডিয়া অফিসে যাওযার পথে অপহৃত হন আবু বকর সবুজ। ওই দিন সন্ধ্যায় মিরপুর মডেল থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তার স্ত্রী। এর পর ১ মে অপহৃতের বাবা আবদুর রহিম বাদী হয়ে মিরপুর থানায় একটি অপহরণ মামলা করেন।