বিশ্বনাথ ডাইজেস্টের ব্যবস্থাপনা সম্পাদকের মায়ের ইন্তেকাল
বিশ্বনাথ প্রতিনিধি: বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা দক্ষিণের সভাপতি ও মাসিক বিশ্বনাথ ডাইজেস্ট এর ব্যবস্থাপনা সম্পাদক ফখরুল ইসলাম খানের মাতার যানাজার নামায গত বুধবার রাত ১০টায় তাঁর নিজ বাড়ীতে অনুষ্টিত হয়। উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীধরপুর গ্রামের মরহুম আলহাজ্ব হারিছ খানের স্ত্রী এবং বিশিষ্ট শিক্ষানুরাগী, সমাজসেবী, সাংবাদিক, সাহিত্যিক ও কলামিষ্ট রাজনীতিবিদ ফখরুল ইসলাম খানের মাতা মোছাম্মাৎ ছালেহা খাতুন (৭৫) গত বুধবার বিকাল তিন টায় তাঁর নিজ বাড়ীতে হৃদয়যন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে নেয়ার পথে ইন্তেকাল করেন। মরহুমার মৃত্যুত্বে বিভিন্ন মহল শোক প্রকাশ করেছেন।
শোক প্রকাশকারীরা হলেন-বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট-৫ আসনের সাবেক সংসদ সদস্য প্রিন্সিপাল মাওলানা ফরিদউদ্দিন চৌধুরী, বাংলাদেশ জাতীয় জনতা পাটির চেয়ারম্যান ও সিলেট-২ আসনের সাবেক সংসদ সদস্য এডভোকেট নুরুল ইসলাম খান, সিলেট জেলা দক্ষিণ জামায়াতের সেক্রেটারী মতিউর রহমান, সহকারী সেক্রেটারী ও সাবেক দক্ষিন সুরমা উপজেলা চেয়ারম্যান মাওলানা লোকমান আহমদ, দৈনিক সংলাপ সম্পাদক ফয়জুর রহমান, সিলেট সিটি কর্পোরেশন এর ২৭ নং ওয়ার্ডের কাউন্সিলর আব্দুল জলিল নজরুল, জালালাবাদ ট্রিচার ট্রেনিং কলেজের অধ্যক্ষ হাসমত উল্ল¬াহ, বিশ্বনাথ উপজেলা জামায়াতের আমীর আব্দুল কাইয়ুম ও নায়েবে আমীর মাষ্টার ইমাদউদ্দিন, নায়েবে আমীর, বিশ্বনাথ খাজাঞ্জি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ নিজামউদ্দিন সিদ্দিকী, মোহাম্মাদীয়া আরাবিয়া মাদ্রাসা বিশ্বনাথ এর মুহতামিম মাওলানা নুরুল হক, বাংলাদেশ ইমাম সমিতির বিশ্বনাথ উপজেলা সভাপতি মাওলানা নিজামউদ্দিন, দারুল কোরআন মাদ্রাসা নাজিরবাজার এর মুহতামিম জাহিদ হাসান, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন সিলেট জেলা উত্তরের সভাপতি আনোয়ার হোসাইন, লালাবাজার ইউনিয়নের সাবেক চেয়ারম্যান প্রার্থী ও আওয়ামী লীগনেতা মুহিদ হোসেন, বিশ্বনাথ উপজেলা সেচ্ছাসেবক দলের সভাপতি কাওছার খান, বিশ্বনাথ উপজেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মতিউর রহমান ও আব্দুল মুকসিত আখতার, বিশ্বনাথ উপজেলা ছাত্রদলের সভাপতি শামসুল ইসলাম, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির বিশ্বনাথ উপজেলা পশ্চিম শাখার সভাপতি জহিরউদ্দিন, পূর্ব শাখার সভাপতি আব্দুল¬াহ আল-ফাহিম, উপজেলা জামায়াতের প্রচার সেক্রেটারী মাষ্টার মনোহর আলী, খাজান্সি ইউপি জামায়াতের সভাপতি আশিকুর রহমান, অলংকারী ইউপি জামায়াতের সেক্রেটারী হাবিবুর রহমান মেম্বার, রামপাশা ইউপি জামায়াতের সভাপতি আব্দুন নুর, দৌলতপুর ইউপি জামায়াতের সভাপতি মাষ্টার বাবুল মিয়া, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতের সভাপতি এখলাছ উর রহমান, এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ উপজেলা জামায়াত-শিবিরের নেতাকর্মীরা। নেতৃবৃন্দ পৃথক শোক বার্তায় মরহুমার রুহেল আত্বার মাগফেরাত কামনা করে শোকাহত পরিবার-পরিজনের প্রতি সমবেদনা প্রকাশ করেন।