মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে যুবকের মৃত্যু
আব্দুল হাকিম রাজ,মৌলভীবাজারঃ মৌলভীবাজারে ট্রেনে কাটা পড়ে এক যুবকের মৃত্যু হয়েছে।সোমবার বেলা ১১টার দিকে কুলাউড়া উপজেলার ভাটেরা রেল স্টেশনে ট্রেনে কাটা পড়ে আহত হয় ওই যুবক। পরে তাকে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই চিকিৎসাধীন থাকা অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।নিহতের নাম- আবু ছালেহ (২৯)। তিনি সিলেট জেলার ফেঞ্চুগঞ্জ থানার বেলকোনা গ্রামের তমিজ আলীর ছেলে।স্থানীয় সূত্র জানায়, বেলা ১১টার দিকে আবু ছালেহ রেল লাইনের ওপর দিয়ে হাঁটছিলেন। এ সময় সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা ট্রেনটি ভাটেরা স্টেশনে অতিক্রমকালে ট্রেনে কাটা পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী হাসপাতালে ভর্তি করে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বিকেলে তার মৃত্যু হয়।