নবীগঞ্জে স্বামী সহ ৩ জনের বিরুদ্ধে থানায় মামলা
আসামীদের হামলার ভয়ে স্ত্রী সুজিনা বাড়ি ছেড়ে আত্মগোপনে
নবীগঞ্জ(হবিগঞ্জ)ঃ নবীগঞ্জে স্বামী সহ ৩জনের বিরোদ্ধে মামলা করেছেন সুজিনা। মামলার পর থেকে হামলার ভয়ে বাড়ি ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে সে। জানাগেছে, নবীগঞ্জ উপজেলার দীঘলবাক ইউনিয়নের নগরকান্দি (শৌলার পার) গ্রামের আব্দুস সালামের কন্যাকে ৩য় স্ত্রী হিসাবে কাবিন মূলে বিয়ে করেন একই ইউনিয়নের স্থস্তিপুর গ্রামের মৃত আকবর আলীর পুত্র মদরিছ মিয়া। বিয়ের পর থেকে তাকে দফায় দফায় নির্যাতন করা হয়। কয়েকবার এ ব্যাপারে সালিশ বৈঠক হয়েছে। গত ১১মে সকালে সুজিনাকে যৌতুকের টাকার জন্য নির্যাতন করে বাড়ি থেকে তাড়িয়ে দেয় মদরিছ। এমন কি তার সাথে ঐক্যজোট হয়ে জনৈক গিয়াস মিয়া, সাজু মিয়া তাকে সুজিনার স্বামী মদরিছকে পরোচনা দিয়ে নির্যাতনের সাথে সম্পৃক্ত হয়। সুজিনা তার নির্যাতনের কথা এলাকার গণ্যমান্য লোকদের বলে কোন সুরাহা না পাওয়ায় অবশেষে নবীগঞ্জ থানায় তার স্বামী সহ ৩জনের বিরোদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেছে। সুজিনার সাথে আলাপকালে জানাযায়, তার স্বামী তাকে বিয়ে পূর্বে তার বোন সেলিনা বেগমকেও বিয়ে করে এবং তার নির্যাতনের ফলে কিটনাশক পান করে আত্মহত্যা করে সেলিনা। এমনকি সেলিনাকেও বিয়ে করার আগেও মদরিছ ৭সন্তানের জননী রেখে তার বোনকে ফুসলিয়ে বিয়ে করেছিল। মামলা করে বর্তমানে সুজিনা আসামীদের হুমকি ধামকির ফলে বাড়ি ছেড়ে আত্মগোপনে থাকতে হচ্ছে।