ইতালি রোমে ফুলবল প্রেসিডেন্ট কাপ এর আনুষ্ঠানিক গ্রুপ বাছাই পর্ব অনুষ্ঠিত
ইতালি প্রতিনিধি: “বিদেশীদের জন্য ফুলবল” শিরনামে রেপুবলিকা ইতালীয়ান প্রেসিডেন্ট কাপ এর আনুষ্ঠানিক গ্রুপ বাছাই পর্ব অনুষ্ঠিত হয়েছে। গত কাল সন্ধ্যা ৭ টায় অনুষ্ঠিত হয় রোমের তেয়েত্রো ঘিয়নে। গ্রুপ বাছাই পর্বে লটারীর মাধ্যমে “এ” গ্রুপে বাংলাদেশ এবং একই গ্রুপে অন্যান্য দেশের মধ্যে ইউক্রেন, আয়ারল্যান্ড এবং মরক্কো নির্বাচিত হয়।
মোনদিয়ালিডো’তে গত ১৪ বছর যাবত অংশগ্রহণকারী দেশ হিসাবে বাংলাদেশের পক্ষে জমকালো অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর আশিক এ রুবায়াত এবং বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালীর সভাপতি নজরুল ইসলাম মাঝি, সাধারণ সম্পাদক আব্দুর রশিদ, সহ-সভাপতি আবু তাহের যুগ্ম সাধারণ সম্পাদক হেদায়েতুল ইসলাম, পরিচালক সাজ্জাদুল কবির, সম্মানিত সদস্য মইনুল আলম খোকন ও মোঃ মিজানুল হক মিজু সহ খেলোয়ারবৃন্দ।
বাংলাদেশ গত বছর মোনদিয়ালিডো-২০১৩’তে দ্বিতীয় রাউন্ডে খেলার গৌরব অর্জন করে। বাংলাদেশ জাতীয় ক্রীড়া সংস্থা, ইতালীর কর্মকর্তারা আশা করেন আমাদের খেলোয়াররা অন্যান্য বছরের চেয়ে এবছর আরও ভাল খেলে দেশকে সম্মানজনক স্থানে পৌচ্ছে দিবে। পাশাপাশি তারা সকল প্রবাসীদের আন্তরিক সহযোগীতাও প্রত্যাশা করেন।বাংলাদেশী মেয়ে রুসেল্লা বর্ণাঢ্য অনুষ্ঠানে মিস মোনদিয়ালিডো হিসাবে বাংলাদেশকে উপস্থাপন করে।
উল্লেখ্য আগামী ২৫ মে রোমের স্তাডিও দেই মার্মি, ফুরু ইতালীকো’তে এবারের মনদিয়ালিডো’র ২৪ টি দেশের অংশগ্রহণে রেপুবলিকা ইতালীয়ান প্রেসিডেন্ট কাপ এর আনুষ্ঠানিক উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে। ফুটবল প্রিয় দেশ ইতালী থেকে আরও একবার বহিঃ বিশ্বে দেশকে তুলে ধরতে বাংলাদেশ জাতীয় ক্রিয়া সংস্থা, ইতালী উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ ভূমিকা রাখবে।