কানাইঘাটে ভারতীয় তীর খেলার অপরাধে মোবাইল কোর্টে দুই ব্যাক্তির কারাদন্ড
কানাইঘাট প্রতিনিধি: কানাইঘাটে ভারতীয় তীর খেলার এক এজেন্ট সহ দুই জনকে মোবাইল কোর্ট পরিচালনা করে সাজা দেওয়া হয়েছে। গত বৃহস্পতিবার কানাইঘাট থানার এস.আই আতিকুল আলম ও মাহবুবুর রহমানের নেতৃত্বে একদল পুলিশ বিকেল ৩টার দিকে কানাইঘাট বাজারের কামার পট্টিতে অভিযান চালিয়ে পৌরসভার নয়াখলা গ্রামের বাচ্ছু মিয়ার পুত্র কয়সর আহমদ (২০) ও দুর্গাপুর গ্রামের ওয়াজেদ আলীর পুত্র ময়নুল ইসলাম (২৩)কে ভারতীয় তীর খেলা (মিকির খেলা)র অপরাধে আটক করেন। পরে আটককৃত তীর খেলার মূল হুতা কয়সর আহমদ, ময়নুল ইসলামকে পুলিশ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ১ম শ্রেণির ম্যাজিষ্ট্রেট তারেক মোহাম্মদ জাকারিয়ার কার্যালয়ে হাজির করে। তিনি মোবাইলকোর্ট পরিচালনা করে অভিযোগ প্রমাণিত হওয়ায় অপরাধে তীর খেলার সিন্ডিকেড হুতা কয়সর আহমদকে ৬মাসের বিনাশ্রম এবং ময়নুল ইসলামকে ৭ দিনের সাজা প্রদান করে রায় দেন। রায় প্রদানের পর থানা পুলিশ সাজাপ্রাপ্তদের আইনি প্রক্রিয়ার মাধ্যমে সিলেট জেল হাযতে প্রেরণ করে। নির্বাহী কর্মকর্তা তারেক মোহাম্মদ জাকারিয়া জানান, ভারতীয় তীর খেলার নামে কানাইঘাটে একটি চক্র সাধারন মানুষের টাকা পয়সা হাতিয়ে নিচ্ছে। জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় তীর খেলার সাথে যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সিন্ধান্ত হয়েছে।