ছাতকে ৩সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়েরে প্রেসক্লাব নেতৃবৃন্দের ক্ষোভ ও নিন্দা
ছাতক থেকে ফকির হাসানঃ ছাতক প্রেসক্লাবের এক জরুরী সভা গতকাল বৃহস্পতিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি আলহাজ্ব গিয়াস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন, সহ-সভাপতি বদর উদ্দিন আহমদ, সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ হারুন অর-রশীদ, প্রেসক্লাবের দপ্তর সম্পাদক বিজয় দত্ত, প্রচার সম্পাদক রাজ উদ্দিন, সদস্য নুর মিয়া রাজু, রেজাউল করিম, নুরুল ইসলাম প্রমুখ। সভায় বক্তারা ছাতক প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুল আলিম, অর্থ সম্পাদক আমিনুল ইসলাম হিরন, সদস্য বিজয় রায়ের বিরুদ্ধে ছাতকের স্কুল শিক্ষিকা মাহমুদা সিদ্দিকা পান্না কর্তৃক মিথ্যা মামলা দায়েরে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করে অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবী জানিয়েছেন। ছাতকের পীরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষিকা পান্না প্রেসক্লাবের ৩ সাংবাদিকের বিরুদ্ধে থানা, আদালত ও উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবরে মিথ্যা কল্পকাহিনী রচিত, বানোয়াট ও ষড়যন্ত্রমুলক মামলা ও একাধিক অভিযোগ দায়ের করে। শিক্ষিকার দায়েরি এসব মিথ্যা মামলা ও অভিযোগ সুস্থ সাংবাদিকতার পথে অন্তরায় বলে প্রেসক্লাব নেতৃবৃন্দ মনে করেন। বস্তু-নিষ্ট সাংবাদিকতাকে বাঁধাগ্রস্থ করতে একটি কুচক্রি মহলের সহযোগিতায় শিক্ষিকা পান্না সাংবাদিকদের জড়িয়ে এ মিথ্যা মামলা দায়ের করেছেন বলে নেতৃবৃন্দেরা মন্তব্য করেন। সভায় অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার না করা হলে প্রেসক্লাব নেতৃবৃন্দ কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষনারও হুশিয়ারি উচ্চারন করেন।