তৃষ্ণার্থ মন্ত্রীর ফুটপাতে চা পান…
সুরমা টাইমস রিপোর্টঃ সিলেট-ভোলাগঞ্জ সড়ক পরিদর্শন গিয়ে ক্লান্ত পরিশ্রান্ত যোগাযোগমন্ত্রী শরীর চাঙা করতে এক কাপ চায়ের প্রয়োজন অনুভব করেন। কোম্পানীগঞ্জ উপজেলার রুস্তুমপুর বাজারে গাড়ি থেকে নেমে ধলাই ব্রীজ পরিদর্শন শেষে মন্ত্রী সোজা হেটে যান একটি টং দোকানে। এক কাপ লাল চা খাওয়ার আগ্রহ প্রকাশ করেন। দোকানী পরম যত্মে মন্ত্রীর হাতে তুলে দেয় এক কাপ চা। অজোপাড়া গাঁয়ের লাল চা মন্ত্রী পান করেন তৃপ্তি ভরে। এরপর দোকানীর চা বানানোর প্রশংসা করে হাতে তুলে দেন পাঁচশত টাকার একটি নোট। মন্ত্রীর কাছ থেকে চায়ের মূল্য বাবত ৫০০ টাকা পেয়েও ইতস্ততবোধ করেন চা বিক্রেতা। তিনি কোনভাবেই নিতে চান না মন্ত্রীর চায়ের মূল্য। পরে মন্ত্রী জোর করে পাঁচশত টাকা গুঁজে দেন বিক্রেতার হাতে। পাঁচশত টাকা পেয়ে চা বিক্রেতার মুখে খেলে যায় হাসির ঝিলিক।
রুস্তুমপুর বাজার ঘুরে দেখেন যোগাযোগ মন্ত্রী। কথা বলেন স্থানীয়দের সাথে। কথা হয় সিলেট-ভোলাগঞ্জ সড়ক ও ধলাই সেতু নিয়ে। এসময় ভিড় ঠেলে সামনে এগিয়ে আসেন এক বৃদ্ধ। বৃদ্ধ জানালেন ঝড়ে তার ঘর ভেঙে পড়েছে। সংস্কারের সামর্থ্যহীন তিনি। মন্ত্রীর কাছ থেকে ৫০০ টাকা অর্থানুকুল্য পেয়ে খুশি মনে ফিরেন বৃদ্ধ। মন্ত্রীর এই দয়াপরশ মানসিকতায় যে শুধু চা বিক্রেতা বা ঘরহারা বৃদ্ধই যে খুশি হয়েছেন তা নয়। উপস্থিত লোকজনও মন্ত্রীর প্রশংসা করতে দেখা গেছে।