কুলাউড়ায় বজ্রপাতে প্রবাসীর মৃত্যু
নুরুল ইসলাম শেফুলঃ কুলাউড়ায় বজ্রপাতে কুমার রজভর (৪৫) নামে এক কাতার প্রবাসীর মৃত্যু হয়েছে। তিনি উপজেলার কর্মধা ইউপির বনগাঁও গ্রামের বাসিন্দা। বৃহস্পতিবার সকাল ১০টায় এ ঘটনাটি ঘটে। এলাকাবাসী জানায়, সকালে কালিটি চা বাগানের নিজ ঘর থেকে কুমার রাজভর বের হয়ে বনগাঁও গ্রামের নিজ জমিতে কাজ করার সময় বজ্রপাতে আক্রান্ত হন। কুলাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। কুমার রাজভর মধ্যপ্রাচ্যের কাতার থেকে ছুটিতে বাড়িতে এসেছিলেন। তাঁর স্ত্রী, ২ ছেলে ও ১ মেয়ে রয়েছে।