মেঘনায় লঞ্চডুবি, ৭ লাশ উদ্ধার
সুরমা টাইমস রিপোর্টঃ ঝড়ের কবলে পড়ে মুন্সীগঞ্জের মেঘনা নদীতে একটি যাত্রীবাহী লঞ্চ ডুবে গেছে। এ ঘটনায় ৭ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এর মধ্যে তিনজনের পরিচয় জানা গেছে। তারা হলেনÑ জামাল শিকদার (৫৫), ছেলে আবিদ শিকদার ও টুম্পা বেগম (২৬)। তাদের বাড়ি শরীয়তপুরের সুরেশ্বর। বাকিদের পরিচয় জানা যায়নি। গজারিয়া থানার ওসি (তদন্ত) সিদ্দিকুর রহমান এ তথ্য জানিয়েছেন। নদীতে ভেসে উঠা উদ্ধারকৃত লাশের মধ্যে ১টি শিশু, ৩ জন মহিলা ও ৩ জন পুরুষ রয়েছে। লাশগুলো দৌলতপুরের মেঘনা নদী পাড়ে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তিনি জানান, এমভি মিরাজ-৪ নামের এই লঞ্চটি ঢাকার সদরঘাট থেকে শরীয়তপুরের সুরেশ্বরে যাচ্ছিল। বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে মুন্সীগঞ্জের গজারিয়ায় দৌলতপুরে ঝড়ের কবলে পড়ে ডুবে যায় লঞ্চটি। এতে দুইশতাধিক যাত্রী ছিল। ট্রলারে করে লঞ্চটি শনাক্ত করার চেষ্টা চালাচ্ছে পুলিশ ও স্থানীয় লোকজন। লঞ্চ ডুবির খবর পেয়ে নারায়ণগঞ্জ থেকে উদ্ধারকারী জাহাজ প্রত্যয় ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছে। মুন্সীগঞ্জে জেলা প্রশাসক মো. সাইফুল হাসান বাদল ঘটনাস্থলে পৌঁছেছেন।