হাত ধরাধরি করে যমজ শিশুর জন্ম! (ভিডিও)
সুরমা টাইমস রিপোর্টঃ একই উদরে একই সময়ে জোড়া শিশুর জন্ম নেয়া একটি সাধারণ ঘটনা। কিন্তু যদি সেটা হয় হাত ধরাধরি করে জন্ম তাহলে তো নড়েচড়ে বসতে হয়। হ্যাঁ, এমনই ঘটনা ঘটেছে আমেরিকার ওহিও রাজ্যে। অপারেশনের মাধ্যমে জন্ম নেয়া এই শিশুদেরকে যখন ডাক্তাররা বের করে আনে তখন তাদেরকে একজন আরেকজনের হাত ধরে থাকতে দেখা যায়। নবজাতকের নিকটাত্মীয় জিলিয়ান এবং জেনা থিস্টলেথওয়েট জন্মানোর এই বিরল দৃশ্য ইন্টারনেটে শেয়ার করেন।
যমজ সন্তানের জননী সারাহ থিস্টলেথওয়েট বলেন, “তারা জন্মানোর আগে থেকেই ভালো বন্ধু।” ৩২ বছর বয়সী থিস্টলেথওয়েট কয়েক সপ্তাহ আগে গর্ভকালীন জটিলতার জন্য এক্রোনের জেনারেল মেডিকেল সেন্টারে ভর্তি হন। শুক্রবার জন্ম নেয়া এই শিশু দুটি একে অপরের হাত শক্ত করে ধরে রাখতে দেখে ডাক্তাররা অবাক হয়ে তার বাবাকে ডেকে এনে দেখায়। থিস্টলেথওয়েট দৈনিক এক্রোন বাকন জার্নালে বলেন, “আমার সন্তানেরা মা দিবসে জন্ম নেয়। আমি বিশ্বাস করতে পারছি না তারা হাত ধরাধরি করে জন্ম নিয়েছে; এটি সত্যিই আশ্চর্যজনক।” সূত্র: বিবিসি