জকিগঞ্জে মুক্তিযোদ্ধা সংসদ নির্বাচন : খলিল- মোতালেব প্যানেল কে বিজয়ী ঘোষনা
জকিগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা কমান্ড নির্বাচনে জকিগঞ্জে খলিল-মোতালেব প্যানেলকে গতকাল সোমবার নির্বাচিত ঘোষনা করেছেন জকিগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার টিটন খীসা। নির্বাচনী তফসীল অনুযায়ী রবিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ তারিখ ছিল। অন্য কোন প্যানেল প্রতিদ্বন্দ্বিতা না করায় খলিল-মোতালেব প্যানেল বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়। নির্বাচিতরা হলেন খলিল উদ্দিন কমান্ডার, আব্দুল মোতালেব ডেপুটি কমান্ডার, মো. ফয়জুর রহমান সহকারী কমান্ডার (সাংগঠনিক), সুনা মিয়া সহকারী কমান্ডার (পূণর্বাসন, সমাজকল্যান, শহীদ ও যুদ্ধাহত), বিমল কুমার বর্মন সহকারী কমান্ডার (তথ্য ও প্রচার), জহির উদ্দিন চৌধুরী সহকারী কমান্ডার (অর্থ), নিপেন্দ্র চন্দ্র বিশ্বাস সহকারী কমান্ডার (ক্রীড়া ও সাংস্কৃতিক), হাসিম আলী সহকারী কমান্ডার (দপ্তর ও পাঠাগার), মো. আনোয়ার আহমদ সহকারী কমান্ডারন (ত্রান ও সমাজকল্যাণ), মো. জইন উদ্দিন কার্যকরী সদস্য, শামছুল ইসলাম কার্যকরী সদস্য।