আজকের শিক্ষার্থীরাই আগামী দিনে এদেশের কর্ণধার হবে : এম. এ.মান্নান
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকে : অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী এম.এ মান্নানবলেন,বর্তমান সরকার শিক্ষা ক্ষেত্রে এদেশে আমূল পরিবর্তন এনেছে। সরকার সকল স্কুল,কলেজ ও মাদ্রারাসাকে আধুনিক শিক্ষায় উন্নীত করে অনেক বেসরকারী শিক্ষা প্রতিষ্ঠানকে সরকারী করণ করেছে। অনেকেই বলেন মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানকে নাকি এ সরকার গুরুত্ব দেয়না। তা সম্পূর্ণ ডাহা মিথ্যা, এ সরকার সকল শিক্ষা প্রতিষ্ঠানকে এক দৃষ্টিতেই দেখে। আজকের শিক্ষার্থীরাই এদেশের আগামী দিনের কর্ণধার হবে। তিনি গতকাল শনিবার বিকালে নবীগঞ্জের সীমান্তবর্তী জগন্নাথপুর উপজেলার পাইল গাঁও ইউনিয়নের ইনাতগঞ্জ-জগন্নাথপুর সড়কের আলীপুর পয়েন্টে হযরত মা ফাতেমা (রাঃ) দাখিল মাদ্রাসায় পরিদর্শনকালে সংক্ষিপ্ত বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন। শুরুতেই মাদ্রাসা সুপার মাওলানা আব্দুল আজিজ শিক্ষক ও শিক্ষার্থীদের নিয়ে অভ্যর্থনা ও ক্রেস্ট প্রদান করেন মন্ত্রীকে। মাদরাসা ম্যানেজিং কমিটির সহ-সভাপতি নুরুল হকের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা ও মাদ্রাসা ম্যানেজিং কমিটির সদস্য আব্দুল বারিক এর পরিচালায় এ সময় উপস্থিত ছিলেন, জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান- আকমল হোসেন, উপজেলা নির্বাহী অফিসার- হুমায়ূন কবির, উপজেলা ভাইস চেয়ারম্যান- মুক্তাদির আহমেদ মুক্তা, সুনামগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ সভাপতি ছিদ্দেক আহমদ, উপজেলা এল.জি.ই.ডি প্রকৌশলী- পি.কে চৌধুরী, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদ্রাসা ম্যানেজিং কমিটির প্রধান উপদেষ্টা- শাহ ছাদিকুর রহমান বিলপাড়ী, কোষাধ্যক্ষ নাজমুল হক আকাশ, সদস্য মজুমদার মেম্বার, আইয়ূব খান, ফিরুজ খান, শিক্ষানুরাগী- খালেদ আহমদ, সহকারী শিক্ষক নাজমুল হোসেন, জুবায়ের আহমদ, মাওলানা রুকন উদ্দিন, মাওলানা আনছার উদ্দিন, সহকারী শিক্ষিকা- শামিমা বেগম, মোছাঃ শিবলী বেগম, জেরিন বেগম, জেপি বেগম প্রমূখ।পরিদর্শন পূর্বে ইনাতগঞ্জ-হরিকান্দি ভায়া গোপালগঞ্জ সড়ক উন্নয় কাজের শুভ উদ্ভোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতি মন্ত্রী।