বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধিকে ওসির হুমকি
মৌলভীবাজার প্রতিনিধি: সংবাদ প্রকাশের জেরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার প্রতিনিধিকে হুমকি দিয়েছেন মৌলভীবাজারের শ্রীমঙ্গল থানার ওসি মো.আব্দুল জলিল। দুপুরে শ্রীমঙ্গল থানার ওসি আব্দুল জলিল সরকারী মোবাইল থেকে তিনি এ হুমকি দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মৌলভীবাজার ও দৈনিক মানবজমিনের শ্রীমঙ্গল প্রতিনিধি কামরুল আম্বিয়া জানান, বেলা ১২ টা ৪২ মিনিটে শ্রীমঙ্গল থানার সরকারী মোবাইল নম্বর ০১৭১৩৩৭৪৪৪০ থেকে তার মোবাইলে ওসি আব্দুল জলিল ফোন করেন। অপর প্রান্ত থেকে ওসি তাকে ধমকের সুরে ক্ষুব্দ কন্ঠে বলেন,“কী লিখেছেন? ভালোই তো লিখতে পারেন। ফাটাফাটি; বেশ ভালোইতো লিখেছেন। ঠিক আছে চালিয়ে যান।”- এই বলে ওসি মোবাইল সংযোগ কেটে দেন।
প্রসঙ্গত, সাংবাদিক কামরুল আম্বিয়ার পাঠানো সংবাদ ৯ মে সন্ধা ০৭ টা ০৫ মিনিটে অনলাইন সংবাদ সংস্থা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে “ থানায় ৪১ ঘন্টা, পরে ছিনতাই মামলায় আদালতে” ও ১০ মে দৈনিক মানবজমিনে “ ২ যুবক ৪১ ঘন্টা থানায় আটক, অতঃপর ছিনতাই মামলা, আদালতে সোপর্দ” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওসির এ হুমকির বিষয়টি পুলিশ সদর দপ্তরের এডিশনাল আইজি (এডমিন অ্যান্ড অপারেশন) মো. শহীদুল হক, সিলেটের ডিআইজি মকবুল হোসেন ভূইয়া ও সদর সার্কেলের এএসপিকে আশরাফুজ্জামানকে অবগত করা হয়েছে। তবে মৌলভীবাজারের পুলিশ সুপারের মোবাইল নম্বরে বেশ কয়েকবার যোগাযোগ করেও বিষয়টি তাকে অবহিত করতে পারেননি বলে জানান সাংবাদিক কামরুল ।