ফেঞ্চুগঞ্জে বিদ্যুতপৃষ্ঠ হয়েএসএসসি পরীক্ষার্থসহ নিহত ২
ফেঞ্চুগঞ্জ সংবাদদাতাঃ ফেঞ্চুগঞ্জে চারকল (লাকড়ি) তৈরীর কারখানার আগুন নেভাতে গিয়ে বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে এক এসএসসি পরীক্ষার্থসহ ২ জন মারা গেছে। শনিবার ভোররাতে উপজেলা সদরের রেল কলোনি এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। নিহতরা হলেন, রেল কলোনি এলাকার নুর আলীর ছেলে রকি মিয়া(১৬) ও বালিয়া প্রসাদের ছেলে বিমল প্রসাদ (৩০)। -রকি মিয়া ফেঞ্চুগঞ্জ কাসিম আলী উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পরীক্ষা দিয়েছিল। ফেঞ্চুগঞ্জ থানার ওসি নন্দন কান্তি ধর জানান, রাত ৩টার দিকে উপজেলা সদরের রেল কলোনি এলাকার একটি চারকল কারখানায় আগুন লাগে।
খবর পেয়ে এলাকার লোকজন সেখানে ছুটে গিয়ে আগুন নেভাতে চেষ্টা করেন। এ সময় বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে রকি মিয়া ও চারকল কারখানার চালক বিমল প্রসাদ মারা যায়। বিদ্যুতের ছেঁড়া তারে জড়িয়ে দুই জনের মৃত্যুর প্রতিবাদে বিক্ষুব্ধ এলাকাবাসী সকাল ৯টার দিকে মাইজগাঁও এলাকায় অবস্থিত পল্লীবিদ্যুৎ কার্যালয় ভাংচুর করে। এছাড়া সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত সিলেট-কুলাউড়া সড়ক অবরোধ করে রাখে।