একতারা সঙ্গীতালয় সিলেট এর উদ্যোগে বাউল গানের ক্যাসেটের মোড়ক উন্মোচন
সুরমা টাইমস বিনোদনঃ সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান বলেছেন, সংগীত শুধু মানুষের মনকে প্রফুল্ল করে না, জীবনে নতুন গতির সঞ্চার করে। এর মাধ্যমে শিল্পী নিজেকে গড়ে তোলার মাধ্যমে সমাজের সংস্কৃতিক অঙ্গনকে সমৃদ্ধ করে। সিলেটের হাজার বছরের ঐতিহ্যে লালিত সাংস্কৃতি অঙ্গনে হাছন রাজা, রাধা রমন, শীতালং শাহ, দুর্বিন শাহ, আরকুম শাহ ও বাউল আব্দুল করিম এর নাম আপন মহিমায় সমুজ্জল। যাদের গানের মাধ্যমে সিলেটের সাংস্কৃতিক অঙ্গন বিশ্বের দরবারে নতুন রূপে পরিচিতি লাভ করে পাশাপাশি আজীবন জনহৃদয়ে স্থান করে নেয় ঐসব গুণীশিল্পী। যাদের পদাঙ্ক অনুসরণ করলে আমাদের হারিয়ে যাওয়া সংস্কৃতি শুধু পুনরূদ্ধারই হবে না, নতুন প্রজন্ম এথেকে শিক্ষা লাভ করতে পারবে। তিনি সুস্থ সংস্কৃতির বিকাশ ও লালনে সমাজের সর্বস্তরের জনসাধারণকে কাজ করার আহ্বান জানান।
তিনি বৃহস্পতিবার বিকেলে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে একতারা সঙ্গীতালয় সিলেট এর উদ্যোগে দিলাল উদ্দিন সরকার, বাউল পথিক রাজু, বাবু লাল সরকার ও দেলওয়ার সরকার এর গানের ক্যাসেটের মোড়ক উন্মোচন ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
জাগো সিলেট আন্দোলন এর কেন্দ্রীয় প্রতিষ্ঠাতা সভাপতি আলাউদ্দিন আলোর সভাপতিত্বে, বাউল পথিক রাজু ও শাকিব আল হাসান এর যৌথ পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন লন্ডন প্রবাসী আলহাজ্ব সৈয়দ হাবিবুর রহমান হাবিব, বাংলাদেশ শিল্পী সংসদ সিলেট জেলা শাখার সাংগঠনিক সম্পাদক সমাজ সেবক ও সংগীত অনুরাগী বুরহান উদ্দিন ভান্ডারী।
প্রধান উদ্বোধক হিসেবে অনুষ্ঠানের উদ্বোধন করেন ইউ.কে টাওয়ার হেমলেট বিজনেস এসোসিয়েশনের প্রেসিডেন্ট কবি ও সাংবাদিক সৈয়দ আকামত আলী রুবেল।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন ফটো সাংবাদিক ফাউন্ডেশনের আহ্বায়ক শাব্বির আহমদ ফয়েজ, দি নিউ নেশন এর সিলেট প্রতিনিধি শফিক আহমদ শফি, বাংলাদেশ বেতার এর শিল্পী সাংবাদিক এম. রহমান ফারুক, দৈনিক জালালাবাদ এর স্টাফ রিপোর্টার খালেদ আহমদ, ওসমানী নগর প্রেসক্লাব সভাপতি এফ.এম আলী ফয়েজ, ফটো সাংবাদিক ফাউন্ডেশনের কোষাধ্যক্ষ আনোয়ার হোসেন, দৈনিক সিলেটের হালচাল পত্রিকার দক্ষিণ সুরমা প্রতিনিধি শরীফ আহমদ, সদস্য মনছুর আলী মাছুম, বাংলাদেশ শিল্পী সংসদ সিলেট জেলা শাখার উপদেষ্টা কয়েছ আহমদ চৌধুরী, সহ-সভাপতি বিশ্বজিৎ শেখর রায়, প্রচার সম্পাদক সুহেল আহমদ, সদস্য অসিত কুমার চক্রবর্তী, আরকুম শাহ শিল্পী গোষ্ঠির সহ-সভাপতি সাহেদ আহমদ রুনু, আশু কর, শ্যামল দত্ত।
সাংস্কৃতিক অনুষ্ঠানে গান পরিবেশন করেন দিলাল উদ্দিন সরকার, হাবিবা দেওয়ান, দেলওয়ার সরকার, বাবু লাল সরকার। অনুষ্ঠানের শুরুতে অতিথিবৃন্দ লন্ডনে থাকি, সর্বদা ও তুষার অনল এলবামের মোড়ক উন্মোচন করেন।