নবীগঞ্জের গ্রামে ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই
নবিগঞ্জ প্রতিনিধিঃ সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার নবীগঞ্জ থানার পারকুল গ্রামে এক ব্যবসায়ীকে কুপিয়ে তিন লাখ টাকা ছিনতাই করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার রাত সাড়ে ৭টার দিকে পারকুল গ্রামের কওছর মিয়ার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত ব্যবসায়ী বজলু মিয়াকে উদ্ধার করে মূমর্ষ অবস্থায় সিলেটের ওসমানী হাসপাতালে ভর্তি করেছে।
স্থানীয়রা জানান, পারকুল গ্রামের পাথর ব্যবসয়ী বজলু মিয়া পাথর ব্যবসার সঙ্গে জড়িত। মঙ্গলবার ভোলাগঞ্জ পাথর কোয়ারি থেকে পাথর সংগ্রহ করতে ব্যাংক থেকে তিন লাখ টাকা উত্তোলন করেন। সন্ধ্যায় ওই টাকা দিয়ে ভোলাগঞ্জ পাথর কোয়ারিতে লোক পাঠানোর কথা ছিল। ব্যবসায়ী বজলু মিয়া তিন লাখ টাকা নিয়ে বাড়ি থেকে শেরপুর বাজারের উদ্দেশ্যে রওয়ানা হওয়ার পর কওছর মিয়ার বাড়ির সামনে আসা মাত্র দুর্বৃত্তরা বজলুর কাছ থেকে টাকা কেড়ে নেওয়ার চেষ্টা চালায়। বাধা দেওয়ায় কওছর মিয়ার নেতৃত্বে গৌছ, রাজু, সুমন, ফারুক, কাছন ও সানুর হামলা চালায় বজলু মিয়ার উপর। দা দিয়ে কুপিয়ে বজলুর কাছ থেকে টাকার ব্যাগ কেড়ে নেয়। এসময় দুর্বৃত্তরা বজলুর হাত ভেঙ্গে দেয় পিটিয়ে। বজলুর চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসলে সন্ত্রাসীরা পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন মারাত্মক আহত অবস্থায় বজলু মিয়াকে উদ্ধার করে ওসমানী হাসপাতালে প্রেরণ করে