নবীগঞ্জে এক পকেট চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জে এক পকেট চোরকে উত্তম মধ্যম দিয়ে পুলিশে সোর্পদ করেছ জনতা। দিনদুপুরে ছদ্মবেশে পকেট মারতে এসে ধরা পড়লো জালাল মিয়া (৪৫) নামের ওই চোর। সে মাধবপুর উপজেলার স্বাধীন বাজার গ্রামের মৃত সিদ্দেক মিয়ার পুত্র।
জানাযায়, গতকাল বুধবার বিকেলে উপজেলার দেবপাড়া ইউনিয়নের গোপলার বাজারে সওদা করতে যান নবীগঞ্জ উপজেলার জালালসাপ গ্রামের মৃত আনর মিয়ার পুত্র নুর হোসেন। স্থানীয় গোপলার বাজারে আসলে পকেট চোর জালাল মিয়া তার পিছু নিয়ে কৌশলে পকেট থেকে নগদ ৫ হাজার টাকা নিয়ে যাবার সময় নুর হোসেন বিষয়টি আচ করতে পেরে হাতে নাতে ওই চোরকে আটক করে। পরে জনতার উত্তম মধ্যমে সে চুরির ঘটনা স্বীকার করে এবং তার অপর পলাতক সঙ্গীর কাছে টাকা আছে বলে জানায়। পকেট চোর জালালকে আটক করলেও তার সাথে থাকা অপর সঙ্গীকে আটক করতে না পারায় টাকা উদ্ধার করা সম্ভব হয়নি।