শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্টায় আওয়ামীলীগ সরকার কাজ করছে

মহান মে দিবসে শাহ নেওয়াজ গাজী মিলাদ

12উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ(হবিগঞ্জ)থেকেঃ মহান মে দিবস উপলক্ষে ১লা মে গত বৃহস্পতিবার নবীগঞ্জ উপজেলার বিভিন্ন স্থানে যথাযোগ্য মর্যাদায় শ্রমিকদের পাশাপাশি বিভিন্ন শ্রেনী পেশার লোকজন পালন করে। এ উপলক্ষে শ্রমিকদের র‌্যালী সভা সহ নানা আয়োজনের মাধ্যমে দিবসটি ছিল লক্ষ্যনীয়। এরই ধারবাহীকতায় গজনাইপুর ইউনিয়নের সিএনজি অটোরিক্রা ও অটোটেম্পু শ্রমিক ইউনিয়ন কর্তৃক আয়োজিত কয়েক শতাধীক সিএনজি যোগে উপজেলার বিভিন্ন আঞ্চলিক সড়ক ও মহা সড়কের বিভিন্ন স্থানে বিশাল র‌্যালি ও পরিবহন শোডাউন করে শ্রমিকরা। গত বুধবার দুপুরে স্থানীয় জনতার বাজারে মোঃ কাপ্তান মিয়ার সভাপতিত্বে ও শ্রমিক নেতা লুৎফর রহমানের পরিচালনায় শ্রমিকরা এক বিশাল সভা সমাবেশ করে। এতে প্রধান অতিথি ছিলেন, নবীগঞ্জের তথা বৃহত্তর সিলেট বিভাগের মাঠি ও মানুষের নেতা প্রয়াত সাংসদ ও মন্ত্রী আলহাজ্ব দেওয়ান ফরিদ গাজীর তনয় শাহ নেওয়াজ গাজী মিলাদ, বিশেষ অতিথি ছিলেন, দিনারপুর উচ্চ বিদ্যালয় ম্যানিজিং কমিটির সদস্য ও রাজনীতিবীধ শফিকুল আলম বজলু, গোলাম ইয়াজদানী শামিম, ইউপি যুবলীগ সভাপতি আলী নেওয়াজ গাজী, বাংলাদেশ মানবাধীকার কাউন্সিল হবিগঞ্জ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও তরুন সমাজ সেবক শফিকুল ইসলাম সেলিম, যুবনেতা তজমুল হক প্রমূখ। সভায় প্রধান অতিথি শাহ নেওয়াজ গাজী মিলাদ বলেন, এদেশের উন্নয়নে শ্রমিকদের ভূমিকা অপরসীম। তাই শ্রমিকদের ন্যায্য অধিকার প্রতিষ্টাই আওয়ামীলীগের অঙ্গীকার। শ্রমিকদের ভাগ্যের উন্নয়নে এ সরকার কাজ করছে। শ্রমিকরাই এদেশের উন্নয়নের চাকা ঘুরাতে কঠোর পরিশ্রম করেন।