২০১৯ সালের আগে নির্বাচন নয় : তোফায়েল
সুরমা টাইমস রিপোর্টঃ বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ খালেদা জিয়াকে উদ্দেশ করে বলেছেন, আন্দোলনের ভয় দেখিয়ে লাভ হবে না। ২০১৯ সালের ২৯ জানুয়ারি আগে নির্বাচন হবে না। সুতরাং চেষ্টা করতে পারেন। বৃহস্পতিবার বিকালে গাজীপুরের ভাওয়াল বদরে আলম সরকারি কলেজ মাঠে এক শ্রমিক সমাবেশে এ মন্তব্য করেন তিনি। মহান মে দিবস উপলক্ষে জাতীয় শ্রমিক লীগ এই সমাবেশের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি শুক্কর মাহমুদ।
তোফায়েল আহমেদ বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় সংগীত যখন গিনেস বুকে স্থান করে নিয়েছে। এটা বিএনপি নেত্রীর সহ্য হয়নি। উনি বললেন, গণঅভ্যুত্থান করে গিনেস বুকে রেকর্ড করবেন।
খালেদা জিয়াকে উদ্দেশ করে তিনি বলেন, গণঅভ্যুত্থান করে গিনেস বুকে রেকর্ড করতে পারবেন না। আন্দোলনের ব্যর্থতার কারণেই গিনেস বুকে আপনার নাম রেকর্ড হবে। মন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, ১৬ কোটি মানুষের দেশে খাদ্যের কোনো অভাব নেই। গ্রামে গেলে প্রাণ জুড়িয়ে যায়। কিন্তু বিএনপি যখন ক্ষমতায় আসে তখন দেশে খাদ্যের অভাব দেখা যায়।