নবীগঞ্জের ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে শেভরন বাংলাদেশের অর্থায়নে ভবনের উদ্ধোধন
উত্তম কুমার পাল হিমেল,নবীগঞ্জ থেকেঃ নবীগঞ্জের বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত শেভরন বাংলাদেশের অর্থায়নে ইনাতগঞ্জ ডিগ্রি কলেজে গতকাল বুধবার দুপুরে একটি ভবনের আনুষ্টানিক ভাবে উদ্ধোধন করেছেন হবিগঞ্জ-১-(নবীগঞ্জ-বাহুবল) আসনের সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। অত্যান্ত ঝাকজমকপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত অনুষ্টানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন। পরে আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব উক্ত প্রতিষ্টানের গর্ভনিংবডির সভাপতি করেন সংসদ সদস্য এম এ মুনিম চৌধুরী বাবু। বক্তব্য রাখেন বিবিয়ানা গ্যাস ফিল্ডে নিয়োজিত শেভরন বাংলাদেশের পরিচালক এক্সটার্নাল এ্যাফেয়ার্স ডাইরেক্টর নাছের আহমেদ, এ্যংগেজমেন্ট ম্যানাজার মলয় সরকার, ম্যানাজার এক্সটার্নেল অফিসার ওবায়দুল্লাহ আল এজাজ, অপারেশন ডাইরেক্টর গর্ডন মুরে, এ্যাংগেজমেন্ট সিনিয়র কো-অর্ডিনেটর মুরাদ আহমেদ, কমিউনিটি রিলেশন মিডিয়া অফিসার বদরুদ্দুজা বদর, স্থানীয় ইউপি চেয়ারম্যান আব্দুল বাতেন, কলেজের অধ্যক্ষ অধ্যাপক নুরুল আমীন, জয়নাল আবেদীন খান প্রমুখ। প্রধান অতিথির বক্তব্যে মুনিম চৌধুরী বাবু এমপি, শেভরনের কার্যক্রমের প্রশংসা করে তিনি আরো বলেন, উপজেলার ৩টি ইউনিয়নে শেভরন বাংলাদেশ শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ ক্ষেত্রে যে ভুমিকা পালন করছে তাতে এলাকার মানুষ উপকৃত হচ্ছে তাই তিনি এই উন্নয়ন পর্যায়ক্রমে সারা উপজেলা ব্যাপী করার জন্য দাবী জানান। অনুষ্টান শেষে মেধাবী ছাত্র’ছাত্রীদের মধ্যে শিক্ষা ভিত্তি ও শিক্ষা উপকরন বিতরন করা হয়। পরে দীঘলবাক উচ্চ বিদ্যালয়ে শেভরনের অর্থায়নে আরেকটি সম্প্রসারিত ভবনের উদ্ধোধন করেন অতিথিবৃন্দ।