পঙ্গু নেতাকর্মীর পাশে গৌছ খান
বিশ্বনাথ প্রতিনিধিঃ ‘নিখোজ’ বিএনপি নেতা এম. ইলিয়াস আলী মুক্তির আন্দোলনে যারা গুলিবিদ্ধ হয়ে পঙ্গু হয়ে মানবেতর জীবন-যাপন করছেন তাদের পাশে দাড়িয়েছেন বিশ্বনাথ উপজেলা পরিষদের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. গৌছ খান।
গত শনিবার পঙ্গু ছাত্রদল নেতা আবুল খয়ের, রামপাশা যুবদল নেতা জুবায়ের আহমদ, যুবদল নেতা শফিক আহমদ এবং নিহত মনোয়ার ও সেলিমের পরিবারের খোঁজ খবর নেন এবং আর্থিকভাবে সহযোগিতা করেছেন। এসময় তাঁর সঙ্গে ছিলেন উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান ও জেলা বিএনপি আহবায়ক কমিটির সদস্য আহমদ নূরউদ্দিন, উপজেলা বিএনপির সহ-সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম রুহেল, আজাদ মেম্বার, উপজেলা যুবদলের আহবায়ক সুরমান খান, মুসলিম আলী, গোবিন্দমালাকার, সেচ্ছাসেবক দলের আহবায়ক মোহাম্মদ কাওছার খান, ছাত্রদলের আহবায়ক শামছুল ইসলাম, শাহ আমিরউদ্দিন, শাহজাহান, দুদু মিয়া, ফারুক মিয়া, আব্দুল আহাদ, আব্বাস আলী সুমন, নিজামউদ্দিন মেম্বার, মঈনউদ্দিন, সুমন আহমদ, সুন্দর আলী, আজাদ, মহিব, সাঈদ আহমদ প্রমুখ।