বিজেপি নেত্রীকে ২৪ জনের গণধর্ষণ
সুরমা টাইমস ডেস্কঃ বিজেপি’র হয়ে কাজ করার অপরাধে গণধর্ষণের শিকার ঝাড়খণ্ডের বিজেপি নেত্রী। সোমবার রাতে প্রায় ২৪ জন মিলে গণধর্ষণ করে তাঁকে।রাজ্য পুলিশ সূত্রে খবর, সশস্ত্র দুষ্কৃতীরা উগ্রবাদী সংগঠন জেএলটির সদস্য বলে জোর করে ওই নেত্রীর বাড়িতে ঢোকে। তারপর তাঁকে গণধর্ষণ করা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, ওই নেত্রীর ১৩ বছরের নাবালিকা মেয়ের সঙ্গেও দুষ্কৃতীরা অশালীন আচরণ করে বলে জানা গিয়েছে। মঙ্গলবার এই ঘটনা জানাজানি হতেই আলোড়িত রাজ্য রাজনীতি।
ওই নারীর অভিযোগ, বিজেপি’র হয়ে কাজ করার অপরাধেই ধর্ষণ করা হয় তাঁকে। মুসলিম সম্প্রদায়ের বছর ৩০-এর ওই নেত্রী বিজেপি’র সংখ্যালঘু শাখার সদস্য। মুসলিম ভোট ইভিএম বন্দী করার জন্য দিনরাত কাজ করছিলেন তিনি। এদিন তাঁর অভিযোগে এই বিজেপি নেত্রী বলেন, ‘দুষ্কৃতীরা তাঁর বাড়িতে ঢুকে তাঁর স্বামীর হাত বেঁধে দেয়। মারধর করা হয় তাঁর ১৩ বছরের মেয়েকেও। তার পর স্বামীর সামনেই গণধর্ষণ করা হয় তাঁকে।’ ভোটের আগে এই ঘটনা রাজনৈতিক মহলে রীতিমতো সাড়া ফেলেছে। ঝাড়খণ্ড পুলিশের এক আধিকারিক অনুরাগ গুপ্তা বলেন, ‘বিভিন্ন সম্ভাবনা মাথায় রেখে তদন্ত শুরু হয়েছে। তবে এর পিছনে রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা, তা এখনই বলা সম্ভব নয়।