মেয়রের সুস্থতা কামনায় দুয়া মাহফিল
জামেয়া ইসলামিয়া ইসলামিয়া দারুল আমান লিল বানাত উপরপাড়া পাঠানটুলা মাদরাসার উদ্যোগে গতকাল রবিবার সিলেট সিটি কর্পোরেশনের মাননীয় মেয়র জনাব আরিফুল হক চৌধুরির সুস্থতা কামনায় মাদরাসার অফিসে এক দুয়া মাহফিলের আয়োজন করা হয়।
দুয়া মাহফিলের পরিচালনা করেন, মাদরাসার পিন্সিপাল, জমিয়ত নেতা মাওলানা আরশদ নোমান, অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মাদরাসার শিক্ষাসচিব মাওলানা হাসান মক্কি, মাওলানা নুরুল হুদা শুয়াইব, মাওলানা আফছারুল আমিন, মাওলানা লুৎফুৃর রহমান, মাওলানা সিরাজ উদ্দিন, হাফিজ জাবের আহমদ ওলি সহ মাদরাসার শিক্ষক ও ছাত্র-ছাত্রীবৃন্দ। বিজ্ঞপ্তি