সাংবাদিকদের জন্য ঢামেকে নতুন নিয়ম
সুরমা টাইমস ডেস্কঃ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল থেকে সংবাদ সংগ্রহ করতে হলে অফিস আওয়ারের মধ্যে পরিচালকের কক্ষ থেকে প্রথমে গেটপাস ও খাতায় এন্ট্রি করতে হবে। অফিস আওয়ারের বাইরে সংবাদ সংগ্রহ করতে হলে জরুরি বিভাগের মেডিকেল অফিসারের কক্ষ থেকে গেটপাস ও খাতায় এন্ট্রি করতে হবে।
ঢামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মোস্তাফিজুর রহমান নতুন এ নিয়ম জারি করেন। বৃহস্পতিবার এ নিয়ম চালু হলেও শনিবার থেকে তা কার্যকর করা হয়। পরিচালকের পক্ষে ঢামেক হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. কে এম রিয়াজ মোর্শেদ দ্য রিপোর্টকে বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, সম্প্রতি সাংবাদিক ও চিকিৎসকদের মধ্যে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে ঢামেক হাসপাতাল কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নেয়।
নতুন এ নিয়মের মধ্য দিয়ে অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়ানো সম্ভব হবে বলেও তিনি মনে করেন। স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে এ নিয়ম জারি হয়েছে কিনা- দ্য রিপোর্টের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটি মন্ত্রণালয়ের নয়, পরিচালকের সিদ্ধান্ত।