‘ডাক্তার–সাংবাদিক বিরোধ সমাধান হয়ে যাবে’
সুরমা টাইমস ডেস্কঃ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, ‘রাজশাহীতে ডাক্তার–সাংবাদিক বিরোধের বিষয়টি ২-৩ দিনের মধ্যে সমাধান হয়ে যাবে। ফলে আগের মত সবাই আবার কাজ করতে পারবে।’
শনিবার দুপুরে খুলনায় আবু নাসের বিশেষায়িত হাসপাতাল পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের একথা বলেন। এর আগে মন্ত্রী আবু নাসের বিশেষায়িত হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। তিনি এই হাসপাতালের জন্য কিছু সরঞ্জাম ৭ দিনের মধ্যে প্রদানের ঘোষণা দেন। মন্ত্রী বলেন, ‘প্রত্যেক ডাক্তারকেই গ্রামে যেতে হবে জনগণকে সেবা দিতে।’ নগরীতে গজিয়ে উঠা অবৈধ ক্লিনিক, ভূয়া ডাক্তার ও ভূয়া নার্সদের ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি। রাজশাহীতে সাংবাদিকদের উপর ডাক্তারদের হামলার ঘটনার বিষয়টি দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বলেন, ‘এ ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তারা রিপোর্ট দিলেই সবার সঙ্গে বসে বিষয়টির সামাধান করা হবে। দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’
এই সময় মন্ত্রীর সঙ্গে উপস্থিত ছিলেন খুলনা-২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব মিজানুর রহমান মিজান, সাবেক সিটি মেয়র তালুকদার আব্দুল খালেক, জেলা প্রশাসক হারুনুর রশিদ, প্রমুখ। পরে মন্ত্রী খুলনা মেডিকেল কলেজ হাসপাতালও পরিদর্শন করেন।